বাংলা হান্ট নিউজ ডেস্ক: সুখবর এলো বঙ্গ ক্রিকেট অনুরাগীদের জন্য। দ্বিতীয় টেস্টে সম্পুর্ন সুস্থ অবস্থায় মাঠে নামতে তৈরি বাংলার উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। ভারতীয় দলের উইকেটরক্ষক হিসাবে প্রথম পছন্দ রিশভ পন্থ-কে চলতি টেস্ট সিরিজের জন্য বিশ্রাম দিয়েছে ভারতীয় বোর্ড। সেই জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্লাভস পড়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন ৩৭ বছর বয়সী বঙ্গ উইকেটরক্ষক। সুস্থ না থাকায় মুম্বাই টেস্টে তার খেলা নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচের আগে অধিনায়ক হিসেবে ফেরা বিরাট কোহলি সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছেন যে ঋদ্ধিমান সাহা মাঠে নামতে প্রস্তুত।
প্রথম টেস্ট ম্যাচে ঋদ্ধিমান ঘাড়ের ব্যথার কারণে ব্যাট করলেও উইকেটকিপিং করতে পারেননি। তার জায়গায় উইকেটরক্ষক হিসাবে নামার সুযোগ পান শ্রীকর ভরত। গত আইপিএলে ভরত আরসিবি দলের হয়ে উইকেটরক্ষকের ভূমিকা পালন করেছেন। গত ম্যাচে দুটি ক্যাচ নিয়ে স্টাম্পিং করে সবার মনও জয় করেছিলেন তিনি। তাই অনেকেই ভেবেছিলেন যে তিনিই হয়তো মুম্বাই টেস্টে সুযোগ পাচ্ছেন।

কিন্তু পুরোপুরি সুস্থ থাকায় দ্বিতীয় টেস্টেও ঋদ্ধিই মাঠে নামবেন গ্লাভস হাতে। কানপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেছিলেন ঋদ্ধিমান। তার এবং শ্রেয়স আইয়ারের পার্টনারশিপের দৌলতে দ্বিতীয় ইনিংসে ধুঁকতে থাকা অবস্থা থেকে জয়ের কাছাকাছি পৌঁছতে পেরেছিল ভারত। যদিও মুম্বাই টেস্ট-কে অনেকেই তার কেরিয়ারের শেষ টেস্ট বলে দাগিয়ে দিচ্ছেন। কারণ পন্থ ফিরলে তিনি প্রথম একাদশে সুযোগ পাবেন না, তা বলাই বাহুল্য।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোহলির দুর্দান্ত ব্যাটিং রেকর্ড রয়েছে। নিজের দলে ফেরা প্রসঙ্গে কোহলি বলেছেন “আমি বরাবরই ওয়াংখেড়েতে খেলা উপভোগ করি এবং এখানে আমার অনেক আনন্দের স্মৃতি আছে। সব সময় একই রকম ভঙ্গিতে ব্যাট করা সম্ভব না। পরিস্থিতি অনুযায়ী যদি দীর্ঘক্ষণ ব্যাট করার প্রয়োজন পড়ে, তাহলে তাই করবো। এক প্রান্ত সুরক্ষিত রাখার প্রয়োজন পড়লে সেটাই করবো, যদি আগ্রাসী ব্যাট করার প্রয়োজন পড়ে, তাহলে তাই করবো।”
 
			 





 Made in India
 Made in India