বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমিঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তে জেরে দিল্লী সহ গোটা উত্তর ভারতের অবস্থা সঙ্গিন। উত্তরে বরফ পড়লেও দিল্লীর অবস্থা অত্যন্ত খারাপ। কিন্তু এরই মধ্যে তাপমাত্রা কমা নিয়ে সুখবর শোনাল দিল্লীর মৌসম ভবন। আগামী ২৪ ঘন্টার মধ্যে দিল্লী সহ উত্তর ভারতে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। যার জেরে কার্যত এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই নামবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এমনিতেই উত্তর ভারত জুড়ে কদিন বৃষ্টি হচ্ছে। কিন্তু আবারও ব্যাপক বৃষ্টি হবে।
বৃষ্টির জেরে এমনিতেই জেরবার উত্তর ভারতের জনজীবন বৃষ্টি ও তারসঙ্গে প্রবল ঠান্ডা হাওয়া বইছে। তাই শুক্রবার থেকেই তাপমাত্রা অনেকটাই নামবে বলে আশঙ্কা করা হয়েছে। অন্যদিকে দিল্লি সহ উত্তরাখন্ডে জারি হয়েছে রেড অ্যালার্ট। রাজস্থান থেকে পাঞ্জাব ও হরিয়ানায় প্রবল বর্ষণের জন্য স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।

লে উপত্যকাকে তাপমাত্রা অনেকটাই কমেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে একের পর এক পশ্চিমি ঝঞ্ঝার জেরে আজ ১২ ডিসেম্বর হলেও তাপমাত্রার পারদ নামের যে খুব একটা হেরফের হয়েছে এমনটা নয়। শুক্রবার সকালে শহরতলির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবাকিরে থেকেই ৩ ডিগ্রি বেশি। যদিও বৃহস্পতিবার একটু উত্তুরে হাওয়া রাজ্যে প্রবেশ করেছিল কিন্তু রাত গড়াতে না গড়াতেই অমনি শুরু ভয়াবহ গরমের।
একইসঙ্গে পশ্চিমি ঝঞ্ঝা ও পাল্লা দিয়ে ঘূর্ণাবর্ত। আর তার জেরে বঙ্গে শীতে বাধা আসছে প্রবল। যদিও উত্তর ভারত থেকে ঘূর্ণাবর্ত সড়ে যাওয়ায় বেশ ভালো ঠান্ডা পড়ছে। তাই হিমাচল প্রদেশ সহ উত্তরাখণ্ড এখন শীতের কবলে পড়েছে। তবে পশ্চিমবঙ্গে পশ্চিমি ঝঞ্ঝার জন্য শীত আটকে থাকেও বৃষ্টির সম্ভাবনা এখনও অবধি নেই।





Made in India