বাংলা হান্ট ডেস্ক:রমজান মাসে অশালীন পোশাক পরার অপরাধে ৩৯ জন যুবতীকে চাবুক পেটা করা হলো মালয়েশিয়ায়। মালয়েশিয়ার সংবাদমাধ্যম জানিয়েছেন,রাজ্যের ধর্ম দপ্তর এর তরফ থেকে এই শাস্তি দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার কেলানতান প্রদেশে।রমজান চলাকালীন যাতে কেউ অশালীন পোশাক না পরে তার জন্য সরকারি তরফে ৯ ঘন্টা অভিযান চালানো হয়। পুলিশ ও আধিকারিক মিলিয়ে মোট ৭০ জন এই অভিযানের সামিল হন।

সরকারি তরফে জানানো হয়েছে ভবিষ্যতেও অশ্লীল পোশাক বিরোধী এই ধরনের অভিযান চালানো হবে।





Made in India