বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার ভারতে (India) ল্যাপটপ, ট্যাবলেট এবং পার্সোনাল কম্পিউটারের আমদানি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, এটাও বলা হয়েছে যে, কোনো সংস্থা বা কোম্পানি যদি বিদেশ থেকে ইলেকট্রনিক সরঞ্জাম ভারতে বিক্রির জন্য আনতে চায় সেক্ষেত্রে আমদানির জন্য বৈধ লাইসেন্সের প্রয়োজন হবে।
এমতাবস্থায়, এই সিদ্ধান্তের জেরে প্রভাবিত হয়েছে জনপ্রিয় ব্র্যান্ডগুলি। যাদের মধ্যে রয়েছে Apple, Lenovo, HP, Asus, Acer, Samsung এবং আরও অনেক কোম্পানি। পাশাপাশি, শীঘ্রই এই কোম্পানিগুলিকে ভারতের বাজারের জন্য তাদের উপকরণ আমদানি বন্ধ করতে হবে।
উল্লেখ্য যে, ভারতে ল্যাপটপ এবং পার্সোনাল কম্পিউটারের একটি উল্লেখযোগ্য অংশ চিনে তৈরি বা অ্যাসেম্বল হয়। এমতাবস্থায়, দেশীয় উৎপাদন বাড়ানোই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। ইতিমধ্যেই এই কৌশলের মাধ্যমে দেশীয়ভাবে স্মার্টফোন উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পেয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এইচএসএন 8741-এর অধীনে থাকা ল্যাপটপ, ট্যাবলেট, অল-ইন-ওয়ান পার্সোনাল কম্পিউটার এবং আল্ট্রা-স্মল ফর্ম ফ্যাক্টর কম্পিউটার ও সার্ভার আমদানি নিষিদ্ধ করা হবে। এমতাবস্থায়, কোম্পানিগুলির বৈধ লাইসেন্স থাকলেই এগুলির আমদানি সম্ভব হবে।”
বাইরে থেকে কি ল্যাপটপ আনা যাবে: এমন পরিস্থিতিতে এখন প্রশ্ন উঠছে যে, বিদেশ থেকে ল্যাপটপ কিনে সেগুলি ভারতে আনা যাবে কিনা? এর উত্তরেও অনেক বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। এমতাবস্থায়, কেউ বিদেশে বেড়াতে গেলে সেখান থেকে ল্যাপটপ কিনে ভারতে ফেরার সময় সঙ্গে নিয়ে আসতে পারেন। ল্যাপটপ ছাড়াও ট্যাবলেট, পার্সোনাল কম্পিউটার বা আল্ট্রা-স্মল ফর্ম ফ্যাক্টর কম্পিউটারও আনা যেতে পারে। উল্লেখ্য যে, এই সিদ্ধান্তটি শুধুমাত্র ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কেনাকাটা বা পোস্ট-কুরিয়ারের মাধ্যমে পাঠানো জিনিসপত্রের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এছাড়াও, জানিয়ে রাখি যে, বিদেশ থেকে কেউ নিজের জন্য ল্যাপটপ নিয়ে এলেও সেগুলি ভারতে বিক্রি করতে পারবেন না। পাশাপাশি, শুল্কও দিতে হবে তাঁকে। এমতাবস্থায়, আপনি যদি ২০ টি পর্যন্ত আইটেম কেনেন সেক্ষেত্রে আপনাকে সেগুলি ভারতে আনার কারণ প্রদান করতে হবে, যেগুলির মধ্যে রিসার্চ, টেস্টিং ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। শুধু তাই নয়, একবার এই ল্যাপটপগুলি আনার উদ্দেশ্য শেষ হয়ে গেলে, আপনাকে হয় সেগুলি পুনরায় রপ্তানি করতে হবে বা নষ্ট করে ফেলতে হবে।





Made in India