বাংলা হান্ট ডেস্কঃ পাইওনিয়ারের সম্পাদক তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভা সাংসদ চন্দন মিত্র বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ওনার প্রয়াত হওয়ার কথা বিজেপির নেতা তথা রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত দিয়েছেন।
স্বপন দাশগুপ্ত টুইট করে লখেছেন, ‘আমি আজ সকালে আমার ঘনিষ্ঠ বন্ধু তথা প্রাক্তন সাংসদ চন্দন মিত্রকে হারিয়ে ফেললাম। আমরা ল মার্টিনারে একসঙ্গে ছাত্র হিসেবে ছিলাম আর সেন্ট স্টিফেন্স এবং অক্সফোর্ডেও একসঙ্গে ছিলাম। আমরা একই সময়ে সাংবাদিকতায় যুক্ত হই অযোধ্যার গেরুয়া ঝড়ের উৎসাহকে সবার সঙ্গে ভাগ করে নিই।
চন্দন মিত্রর প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোক জাহির করেছেন। উনি লিখেছেন, ‘ওনার বুদ্ধি আর অন্তর্দৃষ্টির জন্য ওনাকে সবসময় মনে রাখা হবে। উনি সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতেও নিজের আলাদা ব্যক্তিত্ব সৃষ্টি করেন। ওনার প্রয়াণে শকাহত। ওনার পরিবার আর প্রশংসকদের প্রতি সমবেদনা ব্যক্ত করছি। ওম শান্তি।”





Made in India