বাংলাহান্ট ডেস্ক: মিয়া খলিফার (Mia Khalifa) নাম শোনেননি এমন মানুষ খুঁজলে হয়তো গুটি কয়েক মাত্র পাওয়া যাবে। অ্যাডাল্ট ইন্ডাস্ট্রির জনপ্রিয়তম তারকাদের মধ্যে একজন ছিলেন মিয়া। ছিলেন, কারণ ওই ইন্ডাস্ট্রি এখন ত্যাগ করেছেন তিনি। মন দিয়েছেন মডেলিংয়ে, নিজের সংসার গড়ায়। কিন্তু না পর্ন ইন্ডাস্ট্রি মিয়ার পিছু ছেড়েছে, আর না সংসারে সুখ খুঁজে পেয়েছেন তিনি।
পরপর দু বার বিয়ে করেছেন মিয়া। দুবারই ভেঙেছে সংসার। দ্বিতীয় বার মাত্র এক বছরের দাম্পত্য জীবনে চিড় ধরে মিয়ার। প্রেম করে বিয়ে করলেও বিবাহিত জীবনে সুখ কোনোদিন পাননি তিনি। তবে এ নিয়ে বিশেষ আক্ষেপ করতেও তেমন দেখা যায় না প্রাক্তন পর্ন তারকাকে।

২০১৯ এর জুন মাসে সুইডিশ শেফ তথা দীর্ঘদিনের বন্ধু রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে এনগেজমেন্ট সেরেছিলেন মিয়া। ২০২০ তেই হওয়ার কথা ছিল বিয়ে। কিন্তু করোনা আবহে তা পিছিয়ে যায়। সব ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎ করেই বিচ্ছেদের ঘোষণা করে সকলকে চমকে দেন মিয়া।
২০২১ এর জুলাই মাসে দ্বিতীয় বিয়ে ভাঙার কথা জানান তিনি। ইনস্টাগ্রামে মিয়া লেখেন, ‘আমরা এটা জোর দিয়ে বলতে পারি যে বিয়েটা টিকিয়ে রাখতে দুজনেই সবকিছু দিয়ে চেষ্টা করেছিলাম। কিন্তু এক বছর ধরে থেরাপি ও আরো সব কিছু করেও আমরা দুজন আলাদা হয়ে যাচ্ছি। এবে এটা জানি সারা জীবনের জন্যই আমরা খুব ভাল বন্ধু হয়ে থাকব।’
মাত্র এক বছরেই কী এমন হল যে আলাদা হয়ে যেতে হল মিয়া আর রবার্টকে? কোনো স্পষ্ট কারণ না বললেও মিয়া জানিয়েছিলেন কোনো একটি কারণের জন্য এই সিদ্ধান্ত তাঁরা নেননি। বরং একাধিক এমন সমস্যা এসেছে যার কোনো সমাধান তাঁরা খুঁজে পাননি। আবার এর জন্য একে অপরকে দোষও দেন না কেউ।
এর আগে ২৮ বছর বয়সে প্রথম বার বিয়ে করেন মিয়া। নিজের স্কুলের প্রেমিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। মাত্র তিন বছর টিকেছিল সেই বিয়ে। এরপরেই পর্ন ইন্ডাস্ট্রিতে পা রাখেন মিয়া। এই মুহূর্তে এক বিদেশি শিল্পীর সঙ্গে তিনি সম্পর্কে রয়েছেন বলে শোনা যায়। তবে এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি মিয়া।





Made in India