বাংলাহান্ট ডেস্ক : আমাদের প্রত্যেকের জীবনে অর্থের গুরুত্ব অপরিসীম। ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা বিনিয়োগ (Investment) করে থাকি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রকল্পে। অবসর জীবনে নিয়মিত রোজগার হোক কিংবা সন্তানের ভবিষ্যৎ, অর্থ ছাড়া এক পাও চলা সম্ভব নয়। তবে যারা কীভাবে অর্থ জমাবেন সেটি বুঝে উঠতে পারেন না, তাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটি সূত্র।
বিনিয়োগ (Investment) করার আগে মানুন এই ফর্মুলা
বিশেষজ্ঞরা বলে থাকেন এই সূত্র অনুযায়ী বিনিয়োগ (Investment) করলে ৪০ বছর বয়সের মধ্যে তৈরি করে ফেলতে পারেন কোটি টাকার তহবিল। সঠিক বিনিয়োগ পদ্ধতি মেনে চললে কোটিপতি হওয়া খুব একটা কিন্তু কঠিন ব্যাপার নয়। ৪০ বছর বয়সের মধ্যে কোটি টাকার তহবিল তৈরি করতে শুধু মেনে চলতে হবে ১২-১৫-২০ সূত্রটি।
আরোও পড়ুন : মানা হল না দর্শকদের কথা, TRP টানতে ফের ট্র্যাক বদল গল্পের! উঠল সিরিয়াল শেষের দাবি
এই সূত্র অনুযায়ী, ১২ এর অর্থ ১২ % রিটার্ন, ১৫ এর অর্থ ১৫ বছরের জন্য বিনিয়োগ (Investment) ও ২০ এর অর্থ ২০ হাজার টাকার রিটার্ন (Return) প্রতিমাসে। ১২-১৫-২০ সূত্র অনুযায়ী, বিনিয়োগ শুরু করে দেওয়া যায় ২৫ বছর বয়সের মধ্যে ও ৪০ বছর বয়সের মধ্যেই তৈরি করে ফেলা যায় কোটি টাকার তহবিল।
আরোও পড়ুন : প্রেম দিবসে “লাগামহীন” রোম্যান্স! TRP ধরতে সমস্ত আগল ভাঙল জলসার মেগা
এই ফর্মুলা অনুযায়ী, বিনিয়োগকারীকে এমন জায়গায় বিনিয়োগ করতে হবে যেখানে পাওয়া যাবে ১২% হারে রিটার্ন ও ক্যালকুলেটর অনুযায়ী ১৫ বছরে বিনিয়োগের অর্থ হবে ১ কোটি টাকা। নিয়ম মেনে বিনিয়োগের মাধ্যম হিসেবে বেছে নিতে হবে মিউচুয়াল ফান্ডের SIP। SIP-তে বিনিয়োগের ক্ষেত্রে দেখে নিতে হবে অতীত রিটার্ন।
SIP-তে প্রতিমাসে ২০ হাজার টাকা করে বিনিয়োগ করলে ১৫ বছরে বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৩৬ লাখ টাকা। এসআইপি ক্যালকুলেটর অনুযায়ী, ১২% হারে রিটার্ন এলে সুদ হিসাবে পাওয়া যাবে ৬৪ লাখ ৯১ হাজার টাকা। আসল ও সুদ মিলিয়ে এভাবেই ১৫ বছরের মধ্যে তৈরি হয়ে যাবে ১ কোটি ৯১ হাজার টাকার তহবিল।





Made in India