বাংলা হান্ট ডেস্ক :দীর্ঘ কয়েক বছরের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে আর মাত্র কয়েকদিনের মধ্যেই। ডিসেম্বর মাসে অর্থাত্ বড়দিনের আগে থেকেই কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হওয়ার কথা। সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম অবধি প্রথম পর্যায়ে ট্রেন চলাচল শুরু হবে বলে রেল মধ্যক সূত্রের খবর। তাই শীতের মধ্যেই বড় সুখবর আসছে রাজ্যবাসীর জন্য। কয়েক দিনের মধ্যেই মেট্রো রেলের তরফে দিনক্ষণ ঘোষণা হওয়ার কথা।
যদিও কাজ শুরু হয়েছে অনেক আগে থেকেই তবে চলতি বছরের আগস্ট মাসে ইস্ট ওয়েস্ট মেট্রোতে যাত্রী পরিবহনের ছাড়পত্র মিলেছে, 3 বাসের মধ্যেই অর্থাত্ 30 নভেম্বর তারিখে প্রথম পর্যায়ে চালু করতে হবে ইস্ট ওয়েস্ট মেট্রো আর যদি চালু না হয় সেক্ষেত্রে আবারও কয়েক মাসের অপেক্ষা। তাই যাতে আর কোনও বেগ না পেতে হয় তার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ইস্ট ওয়েস্ট মেট্রো শুরু করবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
যদিও পুজোর আগেই মেট্রো চালু হওয়ার কথা ছিল কিন্তু মাঝে বউবাজার বিপর্যয়ের জেরে কিছুদিনের জন্য কাজ আটকে যায়। মেট্রোর দ্বিতীয় পর্যায়ের কাজের জন্য মাটি খুঁড়তেই বউবাজারের বেশ কয়েকটি বাড়ি ধসে যায়, তাই পুজোর মুখে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ থমকে যায় এবং আবারও অপেক্ষা শুরু হয়।
অন্যদিকে কিছুদিনের মধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শুরু হওয়ার প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী মেট্রোর কাজ এগোচ্ছে। তাই তাড়াহুড়ো করে কিছু করবেন না তাঁরা, একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন সবকিছু ঠিকঠাক থাকলে বড়দিনের আগেই সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম অবধি মেট্রো চলাচলের কাজ শুরু হবে।





Made in India