বাংলা হান্ট ডেস্কঃ দুই আদিবাসী কিশোরীকে গণধর্ষণ পূর্ব বর্ধমানের আউশগ্রামে। ঘটনার পর ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার পূর্ব বর্ধমানের আউশগ্রামে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে যে, দুই আদিবাসী কিশোরী বাড়ির পাশের একটি জঙ্গিলে খেলছিল। সেই সময় এলাকার পাঁচ যুবক তাঁদের তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।
নির্যাতিতা কিশোরীরা বাড়িতে গিয়ে সব কথা জানায়। এরপর নির্যাতিতার পরিবার পুলিশে অভিযোগ দায়ের করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মানকড় থেকে ওই পাঁচ যুবককে গ্রেফতার করা হয়। নির্যাতিতা কিশোরীদের প্রথমে নবগ্রাম ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভরতি করানো হয়।
অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে নির্যাতিতার পরিবার এবং এলাকাবাসী।





Made in India