বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, এক ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি কোটি নগদ অর্থ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। পরবর্তীতে আত্মগোপন করতে ভিনরাজ্যে পাড়ি দিলেও অবশেষে পুলিশের হাতে ধরা পড়তে হল গার্ডেনরিচের (Garden reach) ব্যবসায়ী আমির খানকে (Amir Khan)। এদিন গাজিয়াবাদ (Ghaziabad) থেকে অবশেষে পাকড়াও করা হলো তাকে। ইতিমধ্যেই অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
সাম্প্রতিক সময়ে বাংলায় একের পর এক দুর্নীতি মামলায় কোটি কোটি নগদ অর্থ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাস দুয়েক আগে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে 50 কোটি অর্থ এবং একাধিক সোনা গয়না উদ্ধার করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ১০ ই সেপ্টেম্বর গার্ডেনরিচের এক ব্যবসায়ী আমির খানের বাড়িতে তল্লাশি চালিয়ে চাঞ্চল্যকর তথ্য আসে প্রকাশ্যে।
উল্লেখ্য, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসায়ীর ঘরের প্রতিটি কোণায় তল্লাশি চালানোর মাধ্যমে শেষ পর্যন্ত ১৭ কোটি ৩২ লক্ষ টাকার উদ্ধার করা হয়। পরবর্তী সময় জানা যায় যে, অনলাইন গেমিং অ্যাপের প্রতারণার দ্বারা এত বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে ওই ব্যবসায়ী। তবে গুরুতর এই অভিযোগ সামনে আসতেই বেপাত্তা হয়ে যায় সে। যদিও হাল ছাড়তে নারাজ ছিল পুলিশ এবং অবশেষে এদিন গাজিয়াবাদ থেকে তাকে গ্রেফতার করা হলো।
পুলিশের অনুমান এক্ষেত্রে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই ষড়যন্ত্রের আরও একাধিক নয়া দিক সামনে উঠে আসবে। কি এই মোবাইল গেমিং অ্যাপ? সূত্রের খবর, এই অ্যাপের মাধ্যমে কম সময়ে অধিক টাকা উপার্জনের টোপ দেখিয়ে ফাঁসানো হতো ছেলে-মেয়েদের। এক্ষেত্রে গেমের প্রথম ধাপে সহজ প্রশ্ন করে মোটা টাকার টোপ দেওয়া হতো এবং পরবর্তী ধাপেই থাকতো ফাঁদ! সেই ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়ে পড়তো সকলে। একবার টাকা আত্মসাৎ করা হয়ে গেলে অভিযুক্তরা করতো আত্মগোপন।

বর্তমানে গোটা দেশ জুড়েই এই দুর্নীতির জাল বিস্তৃত হয়ে রয়েছে। তবে আগামী সময়ে আমির খানকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে দুর্নীতি সম্পর্কিত একাধিক নয়া সূত্র সামনে উঠে আসবে বলেই মত তদন্তকারীদের।
 
			 





 Made in India
 Made in India