বাংলা হান্ট ডেস্ক : 2011 বিশ্বকাপ ভারতের ইতিহাসে এখন জ্বলজ্বল করছে। কিন্তু সেই ইতিহাসের কিছু বক্তব্য বর্তমানে উঠলেও কাঁটা দেয় শরীরে। কিন্তু ওই সম্পর্কে এমন কি এমন কথা বললেন গৌতম গম্ভীর?
“যদি আপনি কোনো খেলোয়াড়কে জিজ্ঞাসা করেন যে আপনি এত ভালো প্রদর্শন করেছেন আর তাও ম্যান অফ দ্যা ম্যাচ হননি তো এটা ভীষণই হৃদয় বিদারক বিষয় হয়। আমাকে এই প্রশ্ন অনেকবার করা হয়েছে যে আপনি যখন ৯৭ রানে খেলছিলেন তো কি ভাবছিলেন। যতক্ষণ আমি ৯৭ রানে পৌঁছাইনি নিজের ব্যাপারে আমি ভাবছিলাম না, কিন্তু ওই স্কোরে আসার পর ধোনি আমাকে বলে দেয় যে আমি সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে আছি, আগে নিজের সেঞ্চুরি পূর্ণ করে নাও। তারপর আমার মাথায় সেঞ্চুরির কথা চলতে থাকে”।

“তার আগে আমার মাথায় খালি শ্রীলঙ্কাকে হারানোর কথা চলছিল। কিন্তু সেই মুহূর্তের পর আমি সেঞ্চুরির ব্যাপারে প্রশ্ন করি। যদি আমি সেটা না ভাবতাম তো সম্ভবত সেঞ্চুরি পূর্ণ করে নিতাম। আজ পর্যন্ত আমাকে সেই প্রশ্ন করা হয় যে ওই তিন রান না করতে পারার আফসোস আপনার আছে কি নেই”।





Made in India