বাংলা হান্ট ডেস্ক: নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২০ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হতে ভারতের। যদিও, তার আগে আচমকাই দেশে ফিরে আসতে বাধ্য হলেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাঁর তড়িঘড়ি দেশের ফেরার কারণ হল মায়ের অসুস্থতা।
আচমকাই দেশে ফিরলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir):
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মা সীমা গম্ভীর হৃদরোগে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি এটাও খবর মিলেছে যে তিনি বর্তমানে ICU- ভর্তি রয়েছেন। এমতাবস্থায়, চিকিৎসকরা গম্ভীরের মায়ের শারীরিক অবস্থার ওপর নিয়মিত নজর রাখছেন। এদিকে, ভারতে ফিরে এলেও, গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার প্রথম টেস্টের আগেই ইংল্যান্ডে ফিরে যাবেন বলে অনুমান করা হচ্ছে।
গম্ভীর ইন্ট্রা স্কোয়াড ম্যাচে অনুপস্থিত থাকবেন: জানিয়ে রাখি যে, টিম ইন্ডিয়ার ১৩ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ইন্ট্রা স্কোয়াড ম্যাচ খেলবে। যেখানে দলের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) ভারতের জন্য সেরা কম্বিনেশন খুঁজে বের করার কাজটি করতে হত। কিন্তু এখন তাঁর অনুপস্থিতিতে, এই কাজটি বাকি সাপোর্ট স্টাফদের করতে হতে পারে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি আগামী ২০ জুন থেকে হেডিংলিতে সম্পন্ন হবে। অনুমান করা হচ্ছে যে, গৌতম গম্ভীরের আগামী ২০ জুনের আগেই টিম ইন্ডিয়ায় যোগ দেবেন।
আরও পড়ুন: দলকে শক্তিশালী করার লক্ষ্যে বড় চমকের পথে ইস্টবেঙ্গল! ইতালির এই ফুটবলারের ওপর বিশেষ নজর
গম্ভীরের প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ: প্রসঙ্গত উল্লেখ্য যে, ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়ায় গৌতম গম্ভীরের (Gautam Gambhir) অত্যন্ত প্রয়োজন। কারণ এবার একজন তরুণ অধিনায়কের নেতৃত্বে রীতিমতো তরুণ দল ইংল্যান্ডে সফর করেছে। এমন পরিস্থিতিতে, গম্ভীরের মতো কোচের সমর্থন তাঁদের মনোবল বৃদ্ধি করবে এবং তাঁদের উদ্বুদ্ধ করবে। এই দৃষ্টিকোণ থেকে গৌতম গম্ভীরের প্রত্যাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আরও পড়ুন: এবারে জানা যাবে আহমেদাবাদের বিমান দুর্ঘটনার আসল কারণ! ২৮ ঘন্টা পর উদ্ধার হল ব্ল্যাক বক্স
গৌতম গম্ভীর কবে টিম ইন্ডিয়ায় যোগ দেবেন: প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছিলেন, গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মা সীমা গম্ভীর গত ১১ জুন হৃদরোগে আক্রান্ত হন। এই কারণে গৌতম দ্রুত ভারতে ফিরে আসেন। তবে ইন্ডিয়া টুডে-র রিপোর্টে জানানো হয়েছে যে, প্রথম টেস্ট ম্যাচ শুরুর ৩ দিন আগে, অর্থাৎ আগামী ১৭ জুনের মধ্যে গৌতম গম্ভীর আবার টিম ইন্ডিয়ায় যুক্ত হতে পারেন। এমনটা হলে টেস্ট সিরিজ শুরুর আগে প্রত্যক্ষভাবে লাভবান হবে টিম ইন্ডিয়া।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: