বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের পর রবিবার নিউজিল্যান্ডের কাছেও রীতিমতো পর্যুদস্ত হতে হয়েছে বিরাট বাহিনীকে। যার জেরে কার্যত তাদের শেষ চারে যাওয়ার আশা শেষ হয়ে গিয়েছে। যদিও ভারতীয় দল এই টুর্নামেন্ট শুরু করেছিল ট্রফি জয়ের প্রবল দাবীদার হিসেবেই। কিন্তু পরপর দুই ম্যাচে দুই বড় দলের বিরুদ্ধে জঘন্য পারফরমেন্সের জেরে এই মুহূর্তে সেমিফাইনালে পৌঁছানোর রাস্তাও প্রায় বন্ধ হয়ে গিয়েছে ভারতীয় শিবিরের জন্য। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট বল কোন ক্ষেত্রেই সেভাবে বাবরদের টেক্কা দিতে পারেনি ভারতীয় দল।
কার্যত একই ঘটনা ঘটে নিউজিল্যান্ড ম্যাচেও। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে গিয়ে ফের একবার বিরাট বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া। যার জেরে কে এল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলিদের মত রথী মহারথীরা থাকা সত্ত্বেও মাত্র ১১০ রানেই শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস। এই পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই ভারতীয় দলের রিপোর্ট কার্ড নিয়ে কাটাছেঁড়া চলছে। কোহলি বাহিনীর সমালোচনায় মুখ খুলেছেন অনেকেই। এবার সেই তালিকায় যোগ দিলেন ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর।
ম্যাচ প্রসঙ্গে কথা বলতে গিয়ে গম্ভীর বলেন, “আপনার সব ধরনের প্রতিভা আছে এবং আপনি দ্বিপাক্ষিক এবং অন্যান্য ক্ষেত্রেও ভালো পারফর্ম করেন। কিন্তু আপনি যখন এই বড় টুর্নামেন্টে আসবেন, আপনাকে এগিয়ে যেতে হবে এবং পারফর্ম করতে হবে। যেখানে ভুলের কোন অবকাশ নেই।” গম্ভীর আরও বলেন, “এই ম্যাচটা সত্যিই কোয়ার্টার ফাইনালের মতো ছিল। সমস্যা ছিল দলের আত্মবিশ্বাসে, যখন হঠাৎ বুঝতে পারেন যে আপনাকে ম্যাচ জিততেই হবে এবং আপনি ভুল করতে পারবেন না। একই সময়ে, দ্বিপাক্ষিক ম্যাচ একটি ভিন্ন বিষয় কারণ আপনি সেখানে ভুল করতে পারেন। কিন্তু এমন বড় ম্যাচে বড় ভুল করতে পারবেন না। আমার মনে হয় ভারতীয় দলে আত্মবিশ্বাসের অভাব রয়েছে।”

একইসঙ্গে তিনি এও জানান, বিরাট যে চাপে পারফর্ম করতে পারছেন না এ কথা তার মনে হয় না। কিন্তু এটা অবশ্যই ঠিক যে প্রয়োজনীয় ম্যাচে তিনি রান করতে পারছেন না। তার পরিষ্কার দাবি, ভারতীয় দলে প্রতিভার অভাব নেই কিন্তু তাদের যে আত্মবিশ্বাসের চূড়ান্ত অভাব রয়েছে তা বোঝা গিয়েছে নিউজিল্যান্ড ম্যাচেই। প্রসঙ্গত উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামার সময় যথেষ্ট সাহসের অভাব যে ছিল ভারতীয় দলের ম্যাচ শেষে তা মেনে নিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলিও।





Made in India