বাংলাহান্ট ডেস্ক : সাধারণ জ্ঞান অত্যন্ত মজার একটি বিষয়। সাধারণ জ্ঞানের (General knowledge) বইতে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর দেখতে পাই। আমাদের পারিপার্শ্বিক, ঐতিহাসিক, ভৌগলিক ইত্যাদি বিষয়ে সাধারণ জ্ঞানের বই থেকে আমরা ধারণা লাভ করতে পারি। ছোটবেলায় আমরা বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম।
ওই ধরনের প্রতিযোগিতায় আমাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞাসা করা হত। পরবর্তীতে যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যওর এই ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তরের ধারণা থাকা অত্যন্ত জরুরি। চাকরির লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ রাউন্ডে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। আজ তেমন কিছু প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করব আমরা।
আরোও পড়ুন : একধাক্কায় অনেক সস্তা রান্নার গ্যাস! ২০০ না ৪০০ টাকা ? দেখুন, আপনাকে কত কম দিতে হবে
প্রশ্ন 1 – ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোথায় অবস্থিত?
উত্তর 1 – ভারতের বৃহত্তম চিড়িয়াখানাটি কলকাতায় অবস্থিত।
প্রশ্ন 2 – কফির বৃহত্তম উৎপাদক কোনটি?
উত্তর 2 – ব্রাজিল বিশ্বের বৃহত্তম কফি উৎপাদনকারী।
প্রশ্ন 3 – মানুষের হৃৎপিণ্ড এক মিনিটে কতবার স্পন্দিত হয়?
উত্তর 3 – মানুষের হৃৎপিণ্ড এক মিনিটে প্রায় 72 বার বিট করে।

প্রশ্ন 4 – ভারতের কোন রাজ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি?
উত্তর 4 – সমগ্র ভারতের মধ্যে কেরালাই একমাত্র রাজ্য, যেখানে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা বেশি।
প্রশ্ন 5 – পৃথিবীর কোন দেশে নীল রঙের কলা পাওয়া যায়?
উত্তর 5 – নীল রঙের কলা হাওয়াই, দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্য আমেরিকার কিছু অংশে জন্মে।
প্রশ্ন 6 – আমগাছের নিচে অন্ধ, বোবা, খোঁড়া ও বধির বসে আছে, বলুন তো আম পড়লে কে প্রথমে ওঠাবে?
উত্তর 6 – যখন একটি আম পড়ে তখন ‘বোবা’ প্রথমে তা তুলে নেবে, কারণ অন্ধ দেখতে পাবে না, খোঁড়া হাঁটতে পারবে না এবং বধিররা আম পড়ার শব্দ শুনতে পাবে না।





Made in India