বাংলা হান্ট ডেস্ক: বাঙালিদের উইকেন্ড হোক কিংবা হানিমুন, ডেস্টিনেশন মানেই “দীপুদা”। অর্থাৎ দীঘা (Digha), পুরী, দার্জিলিং। তবে এর মধ্যে সস্তার জায়গা হচ্ছে দীঘা (Digha)। ২ দিনের অফিসের ছুটিতে বিন্দাস ঘুরে আসা যায়। তবে যদি বলি দীঘার (Digha) সমুদ্রে সৈকতে এখন থেকে আসলে বালি, থাই ল্যান্ডের ফিল পাবেন। দোলনায় দুলে সমুদ্রের জলে পা ছুঁয়ে অপূর্ব আমেজ উপভোগ করতে পারবেন। কি শুনে বিশ্বাস হচ্ছে না তাই তো? ভাবছেন গাঁজা খুড়ির গল্প বলছি। আজ্ঞে না! একেবারেই সত্যিই।
এবার বালি-থাইল্যান্ডের ফিল আসবে দীঘায় (Digha)
দীঘায় (Digha) কিভাবে পাবেন বালির ফিল: তাহলে বিষয়টি একটু খুলে বলা যাক। বর্তমানে দীঘায় (Digha) বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আনা হয়েছে। ওয়াটার ড্রাইভিং থেকে শুরু করে প্যারাগ্লাইডিং আকর্ষণ বাড়াচ্ছে। এমনকি প্রতিনিয়ত দীঘা (Digha) সহ সামগ্রিক এলাকায় পর্যটকদের আকর্ষণ বাড়াতে একাধিক ব্যবস্থা নিচ্ছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। আর এবার আকর্ষণ বাড়াতে বালি, থাইল্যান্ডের মতো জায়ান্ট সুইংয়ের ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ সমুদ্রের উপর দোলনায় বসে দোল খেতে পারবেন। সমাজ মাধ্যমে, টুরিস্ট ব্লগারদের হাত ধরে হামেশাই এই ছবি আপনারা দেখতে পান। তবে আর ছবি দেখে নয় একেবারে উপভোগ করুন এই মজা।
জানা গিয়েছে, নিউ দিঘার ঢেউ সাগর কম্পাউন্ডের মধ্যেই সুসজ্জিত দোলনা লাগানো হচ্ছে। বেশ উঁচু স্ট্যান্ডের সঙ্গে লাগানো থাকবে এই দোলনা। আর সেখানে বসে দুলে দুলে সমুদ্রের দৃশ্য উপভোগ করতে পারবেন। এমনকি পর্যটকদের সুরক্ষার কথা ভেবে বিভিন্ন বন্দোবস্তও রয়েছে। দোলনা দোলার সময় যাতে পর্যটকদের কোনরকমে অসুবিধার মুখে পড়তে না হয় সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ভারতের এই একটি শহর, যার নাম উল্টো লিখলেও সোজা থেকে যায়, জানেন এর উত্তর?
এখন প্রশ্ন অন্যান্য দেশের মতো কি এখানেও লাখ লাখ টাকা খরচা করতে হবে? না এখানে নুন্যতম খরচেই জায়ান্ট সুইংয়ের মজা নিতে পারবেন। এক লাখ দু লাখ নয় মাত্র ১০০ টাকায় এই রাইডের সুবিধা নিতে পারবেন।

যদিও এই বিষয়ে প্রশাসন তৎপর হয়ে উঠেছেন। কারণ এই সমস্ত রাইডের চক্করে যেহারে দুর্ঘটনাও মৃত্যু ঘটছে তাতে কোন রকমের ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। কাঁথির মহাকুমা শাসক তথা দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক সৌভিক চট্টোপাধ্যায় বলেন, “বেসরকারিভাবে ওই দোলনা বসানো হয়েছে। আমি শুনেছি ওটা এখনো চালু হয়নি। এখনো আমাদের তরফ থেকে কোন অনুমতি দেওয়া হয়নি।” তবে গোটা বিষয়টি প্রশাসন খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। সমস্ত কিছুর উপর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে তারপরেই অনুমতি দেওয়া হবে। তার আগে নয়।





Made in India