বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় যে কত বিচিত্র জিনিস ভাইরাল (Viral) হয় তা যারা নেটপাড়ায় নিত্য বিচরণ করেন তারা খুব ভালো ভাবেই জানেন। গান থেকে শুরু করে ছবি কিংবা ভিডিও, ভাইরাল (Viral) শব্দটির প্রতি আলাদাই আকর্ষণ জন্মেছে আমজনতার। একবার ভাইরাল হতে পারলেই যেন জীবন ধন্য। লাইমলাইটে থাকতে কে না চায়! আর তার জন্য কার্যত সমস্ত সীমা ছাড়াতেও রাজি হয়ে যান অনেকে।
ভাইরাল (Viral) ভিডিও ঘিরে চর্চা নেটপাড়ায়
নেটপাড়ায় ঢুঁ মারলেই চোখে পড়বে বহু ভিডিও যা শেয়ার হতে হতে হয়ে যায় ভাইরাল (Viral)। এমনি একটি ভিডিও নিয়ে সম্প্রতি বেশ চর্চা চলছে নেটমহলে। ভিডিওতে এক তরুণীকে সর্বাঙ্গে আয়না দিয়ে ঢেকে গানের তালে কোমর দোলাতে দেখা গিয়েছে। তাঁর কাণ্ড দেখে শোরগোল পড়েছে নেট দুনিয়ায়।
আরো পড়ুন : কোটি কোটি টাকা খসিয়ে সাজিয়েছেন স্বপ্নপুরী, বলিউডের সবথেকে দামি বাড়ির মালিক কে? চমকে দেবে টাকার অঙ্ক!
আয়না দিয়ে শরীর ঢেকে নাচ তরুণীর
ভাইরাল (Viral) ভিডিওর শুরুতে দেখা যায়, একটি বাড়ির সিঁড়িতে একজন লোক বসে রয়েছেন। পাশেই উঠোনে একটি খাটিয়াতে বসে রয়েছেন দুই মহিলা। কিন্তু ভিডিওতে আসল টুইস্ট আসে যখন এক তরুণী তাদের সামনে এসে নাচতে শুরু করেন। তাঁর শরীরে একটি সুতোও নেই। তার বদলে বিভিন্ন আকারের আয়না জুড়ে জুড়ে ঢাক হয়েছে শরীর। এই অদ্ভূত আয়না দিয়ে তৈরি ‘পোশাক’ পরেই ক্যামেরার সামনে কোমর দোলাতে শুরু করেন তরুণী। পেছনের লোকটিও অবাক হয়ে গিয়েছেন তরুণীর আয়না দিয়ে তৈরি পোশাক দেখে।
আরো পড়ুন : টলিউডে পরপর ফ্লপ, বাংলাদেশি ছবিতেই মন দিচ্ছেন জিৎ, নায়িকা হচ্ছেন কে!
কী বলছেন নেটিজেনরা
ভিডিওটি ভাইরাল (Viral) হতেই নানান মন্তব্য করতে শুরু করেছেন নেটনাগরিকরা। কয়েকজন ওই তরুণীকে তুলনা করেছেন উরফি জাভেদের সঙ্গে। উল্লেখ্য, উরফিও কিন্তু এমন আয়না জুড়ে পোশাক বানিয়ে ভিডিও শেয়ার করেছিলেন। একজন লিখেছেন, উরফির বোন খুরফি এসেছেন।

View this post on Instagram
প্রসঙ্গত, বিদঘুটে পোশাকের দৌলতে এমন ইমেজ তৈরি করেছেন উরফি জাভেদ যে এখন যে কেউ অদ্ভূত ফ্যাশন করলেই তার তুলনা হয় উরফির সঙ্গে। অভিনয় দিয়ে যা করতে পারেননি, তা উদ্ভট ফ্যাশন দিয়ে করে দেখিয়েছেন উরফি জাভেদ।





Made in India