বাংলা হান্ট ডেস্ক :- একজন, দুজন নয় মোট আটজন মিলে ধর্ষণ করল একটি ছাগলকে।
নৃশংস এই ঘটনাটির উৎস্যস্থল হল হরিয়ানার মেওয়াটে। আটজন মিলে ধর্ষণ করার পর শেষমেষ ছাগলটি অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায়। মেওয়াটের গ্রামবাসীরা এরপর দুষ্কৃতীদের ধরে ফেলে।

শেষ পর্যন্ত নিজেদের দোষ সকলেই স্বীকার করে তারা। পুলিশ জানিয়েছে, বেশ কয়েকদিন ধরেই গর্ভবতী ছাগলটি কে উক্তক্ত করত এই আটজন।ছাগলের মালিক বারন করা সত্বেও কোনো কথা শোনেনি তারা।





Made in India