বাংলাহান্ট ডেস্ক: চলতি বছরের শেষ দিন আজ। রাত পোহালেই শুরু হবে ২০২৩ সাল। এই বছর দীপাবলির সময় রেকর্ড বিক্রি হয়েছিল সোনা ও রূপোর। এ বার বছরের শেষ দিনে অনেকটাই বাড়ল এই দুই ধাতুর (Gold and Silver price increase) দাম। পাশাপাশি, চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে রেকর্ড সংখ্যক বিয়ে হয়েছে। যার প্রভাব পড়েছে সোনার দরের উপর।
বিশেষজ্ঞদের মতে, আরও বাড়বে সোনা ও রূপোর দাম। আগামী দিনে সোনা তার পুরোনো রেকর্ড ৫৬ হাজার ২০০ টাকা অতিক্রম করবে। এছাড়াও রূপোর দামও কেজি প্রতি ৮০ হাজার টাকা ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। গত দু’মাসে এই ধাতুগুলির দাম দেখলে দেখা যাবে, সোনা প্রতি ১০ গ্রামে বেড়েছে ৪১৭৬ টাকা।

ইন্ডিয়া বুলিয়ন্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুসারে, গত ১ নভেম্বর ১০ গ্রাম সোনার দাম ছিল ৫০ হাজার ৬৯১ টাকা। রূপোর দামও বেড়েছে অনেকটাই। গত দু’মাসে কেজি প্রতি ৯০৪৪ টাকা বেড়েছে রূপোর দাম। নভেম্বরের ১ তারিখ রূপোর দাম ছিল ৫৯ হাজার ৪৮ টাকা। ডিসেম্বরের ৩০ তারিখ তা বেড়ে হয়েছে কেজি প্রতি ৬৮ হাজার ৯২ টাকা।
ডিসেম্বর ৩০ তারিখ সোনা-রূপোর দাম প্রতি ১০ গ্রামে হয়েছে ৫৪ হাজার ৮৬৭ টাকা। একই সময়ে রূপোর দাম হয়েছে কেজি প্রতি ৬৮ হাজার ৯২ টাকা। এই দুই ধাতু কিনতে গেলে মূল দরের উপর ৩ শতাংশ জিএসটি এবং মেকিং চার্জ আলাদা ভাবে দিতে হবে।

একই দিনে ২৩ ক্যারেট সোনার দাম ৫৪ হাজার ৬৪৭ টাকায় পৌঁছয়। ২২ ক্যারেট সোনার দাম চলে যায় ৫০ হাজার ২৫৮ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হয় ৪১ হাজার ১৫০ টাকা প্রতি ১০ গ্রাম।থঠাৎ সোনা ও রূপোর দাম কেন বাড়ছে? বিশেষজ্ঞদের মতে, নভেম্বর ও ডিসেম্বরে রেকর্ড সংখ্যক বিয়ে হয়েছে।
আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও একাধিক বিয়ের তারিখ রয়েছে। এছাড়াও একটি রিপোর্ট অনুযায়ী, নভেম্বর ২০২২ থেকে ফেব্রুয়ারি ২০২৩ অবধি দেশে প্রায় ৩২ লক্ষ বিয়ে হওয়ার কথা। একইসঙ্গে করোনার ফলে মানুষ নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকবেন। এই অবস্থায় সোনার চাহিদা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বাড়বে দামও।
 
			 





 Made in India
 Made in India