বাংলা হান্ট ডেস্ক : বিশ্ব বাজারে কি চলছে তা আপনি কান পাতলেই আন্দাজ পেতে পারেন কিন্তু সোনার দাম নিয়ে যে আপনার কপালে এতক্ষণে চিন্তার ভাঁজ পড়বে তা আপনি স্বপ্ন হাতে কল্পনা করতে পারেন নি।
বাজার বিশেষজ্ঞদের অনুমান সোনার দাম আরও কিছুটা বাড়বে৷ সেক্ষেত্রে ডিসেম্বর মাসেই প্রতি ১০ গ্রাম সোনার প্রতি ৪২,০০০ টাকা হতে পারে৷ আবার কারও কারও মতে আগামী মার্চে ১০ গ্রাম সোনার দাম ৪৫,০০০ টাকা ছোঁবে৷ তবে দাম যে বাড়বে এই নিয়ে কোন সন্দেহ নেই সংগঠনের সেক্রেটারি সুরেন্দ্র মেহতা জানিয়েছেন,- “গত কয়েক বছর ধনতেরাসের সময় মোটামুটি ৪০ টন সোনা বিক্রি হয়েছিল কিন্তু এ বছর একদিকে সোনার দাম বেশি অন্যদিকে বাজারে নগদের পরিমাণ কম থাকায় তেমনটা আশা করা যাচ্ছিল না৷ ফলে পরিস্থিতি বিচার করে করে অনেকে আসা করেছিলেন এবার হয়তো ২০ টনের মতো সোনা বিক্রি হবে ৷কিন্তু সেই তুলনায় এবার ভাল বিক্রি হয়েছে যদিও ২৫ শতাংশ বিক্রি কমে গিয়েছে৷”
তবে অর্থনীতির এই মন্দার প্রভাব সোনার বাজারে পড়েছে এবং সোনা কেনাবেচা যে পরিমাণ আশা করেছিলেন তার কিছুটা বেশি অংশে বিক্রি হয়েছে। এবং সামনে আসছে বিয়ের মরসুম।

এটা ঘটনা আগের তুলনায় এবার ধনতেরাস ম্লান ৷ তবে যা পরিস্থিতি তাতেও এ বছর ৩০ টন সোনা বিক্রি হয়েছে ৷ সংবাদ সংস্থা আইএএনএস এমনটাই জানিয়েছে ৷ কারণ এই বিশেষ উৎসবে অত পরিমাণ সোনা বিক্রির কথা জানিয়েছেন ইন্ডিয়ান জুয়েলারি এবং বুলিয়ান অ্যাসোসিয়েশন৷





Made in India