বাংলাহান্ট ডেস্কঃ বেশ কয়েকদিন সোনা (Gold) রূপোর (Silver) দামের ক্রমাগত উর্দ্ধমুখীর পর আজ রেকর্ড হারে পতন ঘটল। একলাফে বেশকিছুটা কমে গেল সোনা রূপোর দাম। ব্যবসা বন্ধ থাকলেও লকডাউনের বাজারেও বেশ ভালোই দামের হেরফের লক্ষ্য করা যাচ্ছে সোনা রূপোতে। গৃহবন্দি অবস্থাতেও হাসি ফুটছে ক্রেতাদের মুখে।

করোনা ভাইরাসের (COVID-19) কারণে দেশে লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩ রা মে অবধি করে দিয়েছে কেন্দ্র সরকার। বৈদেশিক সমস্ত যোগাযোগ বন্ধ রয়েছে, যার ফলে বৈদেশিক বাণিজ্য বন্ধ থাকার দরুণ দেশের অর্থনীতি ক্রমাগত নিম্নগামী। তা সত্ত্বেও সরকার নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখে জারী রেখেছে লকডাউন অবস্থা। এই সময়ে খোলা থাকবে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের দোকান। বন্ধ রয়েছে সোনা রূপোর দোকান।
গতকাল কলকাতায় (Kolkata) সোনার দাম ছিল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ৪২১২০ টাকা এবং ১ গ্রামের দাম ৪২১২ টাকা। আজ সেই দামের ব্যাপকহারে পতনের পর দাম হয়েছে ১০ গ্রামের দাম ৪১০২০ টাকা এবং ১ গ্রামের দাম ৪১০২ টাকা।
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম গতকাল ছিল ৪৪৯৯০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৯৯ টাকা। আর আজ কমে গিয়ে দাঁড়িয়েছে ১০ গ্রামের দাম ৪৩৪৪৫ টাকা এবং ১ গ্রামের দাম ৪৩৪৪.৫০ টাকা।

সোনার দামের পাশাপাশি বেশ কিছুটা কমেছে রূপোর দামও। গতকাল ১ গ্রামের দাম ছিল ৪১.৮৯ টাকা। আজ এই দামের হ্রাস পেয়ে হয়েছে ৪১.২০ টাকা।
পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৭৩.৩০ টাকা। ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৬৫.৬২ টাকা। এবং রান্নার গ্যাসের দাম রয়েছে ৭৭৪.৫০ টাকা।
 
			 





 Made in India
 Made in India