বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার দেশের (India) এই রাজ্যের সরকারের তরফে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) বাবদ বকেয়া প্রদান নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যার ফলে আগামী মাসেই লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটতে চলেছে। মূলত, জুন মাসের বেতনের শেষেই ওই রাজ্যের সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশন বাবদ বকেয়ার কিস্তি পেতে চলেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, মহারাষ্ট্রে ২০১৮ সালে সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হয়। তারপর থেকে মোট চারটি কিস্তিতে সপ্তম বেতন কমিশনের বকেয়া মেটানো হয়। এমতাবস্থায়, আগামী জুলাই মাসে সপ্তম বেতন কমিশনের পঞ্চম কিস্তি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। যেটি স্কুল এবং জেলা পরিষদ সহ সমগ্র রাজ্যজুড়েই সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত বৃহস্পতিবারই মহারাষ্ট্রের সরকারের তরফে সপ্তম বেতন কমিশনের পঞ্চম কিস্তির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। যেটির পরিপ্রেক্ষিতে নির্দেশ দেওয়া হয়েছে যে রাজ্য সরকার বা অন্যান্য কর্মচারী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত কর্মীদের আগামী ১ জুলাই থেকে সপ্তম বেতন কমিশনের বকেয়ার পঞ্চম কিস্তি দেওয়া হবে। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হবেন ওই রাজ্য সরকারের অধীনে কর্মরত কয়েক লক্ষ কর্মী।
আরও পড়ুন: পরীক্ষা না দিয়েও উত্তীর্ণ! বাংলায় ফুড SI নিয়োগে আরেক কেলেঙ্কারি, বড় কেচ্ছা ফাঁস
পাশাপাশি ইতিমধ্যেই, এই বিষয়টির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রাজ্যের অর্থ দপ্তরের ডেপুটি সচিব একটি নির্দেশ জারি করেছেন। যেখানে জানানো হয়েছে যে সপ্তম বেতন কমিশনের বকেয়া বাবদ ওই পঞ্চম কিস্তির অর্থ হয় কর্মীদের বেতন বাবদ নগদে প্রদান করা হবে নতুবা তাঁদের জীবিকা নির্বাহ তহবিল অ্যাকাউন্টে জমা দেওয়া হবে।
আরও পড়ুন: রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার প্রধান আচার্য পাড়ি দিলেন না ফেরার দেশে! শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
এদিকে, রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফে এটাও নির্দেশ দেওয়া হয়েছে যে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য, পেনশনের পঞ্চম কিস্তির বকেয়া জুনের পেনশনের সাথে নগদে পরিশোধ করতে হবে। একইভাবে, বর্তমান সরকারি চাকরিতে বহাল কর্মচারীদের পঞ্চম কিস্তির বকেয়া অর্থ জুনের বেতনের সাথে দিতে হবে। উল্লেখ্য যে, ২০১৮ সাল থেকে মহারাষ্ট্রে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হয়। এমতাবস্থায়, ২০১৯-২০ অর্থবর্ষ থেকে সপ্তম বেতন কমিশন বাবদ যত বকেয়া জমেছে, সেটি পাঁচ কিস্তিতে সরকারি কর্মীদের দেওয়ার ঘোষণা করা হয়। এই আবহে গত চার বছরে চার দফায় সপ্তম বেতন কমিশনের বকেয়ার কিস্তি মেটানো হয়েছে। এই বছর শেষ কিস্তিটি দেওয়া হবে ওই রাজ্যের সরকারি কর্মীদের।





Made in India