বাংলা হান্ট ডেস্ক: আমাদের ছোটবেলায় ৫০ পয়সা দিয়ে আমরা কত কিছুই না কিনেছি কিন্তু এখন অবলুপ্তির পথে এই ছোট কয়েন। এখন ৫০ পয়সার ব্যবহার আর হয়না।
এখনো সরকারিভাবে বাতিল করা হয়নি এই ৫০ পয়সা। তবুও লোকমুখে যেন অচল হয়ে গিয়েছে এই পয়সা। যাদের কাছে এখনো ৫০ পয়সা রয়েছে তাদের জন্য এক চমৎকার সুযোগ আনলো আর বি আই।
আর বি আই এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, এখনো এমন প্রচুর মানুষ আছে যার কাছে প্রচুর ৫০ পয়সা রয়েছে। এবং সেই পয়সাগুলো ব্যাংকে ফেরানো দরকার। সে কারণেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে,

কোনো ব্যক্তি যদি ৫০ পয়সা জমা দিতে আসে তাহলে তাকে তার সমমূল্যের অর্থ দিয়ে দেওয়া হবে তবে এক্ষেত্রে ওই ব্যক্তিকে অন্তত ৫০ পয়সার ১০০ টা কয়েন অর্থাৎ ১০০ টাকা নিয়ে যেতে হবে।





Made in India