বাংলাহান্ট ডেস্ক : ভারতবাসীদের কথা মাথায় রেখে একগুচ্ছ নতুন দেশি ফিচার নিয়ে হাজির সার্চ ইঞ্জিন সংস্থা গুগল। বিশ্বের এক নম্বর সার্চ ইঞ্জিন সংস্থাটি গুগল ফর ইন্ডিয়া অনুষ্ঠান থেকে একাধিক নতুন দেশি ফিচার লঞ্চের ঘোষণা করেছে। গুগলের দাবি, এই ফিচারগুলির ফলে ভারতীয় ব্যবহারকারীরা আরও ভালো ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা লাভ করবেন।
সংস্থা জানিয়েছে, এই ফিচারের ফলে তাদের পেমেন্ট অ্যাপ গুগল পে এর সুরক্ষা আরও পাকাপোক্ত হবে। জানা গেছে, তাদের জনপ্রিয় ফাইল ব্রাউজিং অ্যাপ ফাইলসের সাথে যুক্ত হতে চলেছে কেন্দ্রীয় সরকারের ডিজি লকার অ্যাপ। গুগলের সিইও সুন্দর পিচাই এক অনুষ্ঠান থেকে বলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার এখন প্রায় সব ক্ষেত্রেই করা হচ্ছে।
অন্যদিকে, এই সংস্থাটি নতুন ফিচার এনেছে গুগল সার্চে। এই ফিচার ব্যবহার করে ছবি ও টেক্সট একই সাথে সার্চ করা যাবে। এছাড়াও জানানো হয়েছে এই ফিচার খুব দ্রুত আরও অনেক ভাষায় যুক্ত হবে। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, হিন্দি ভাষায় এই ফিচার লঞ্চ হতে চলেছে ২০২৩ সালে। একই সাথে এই মার্কিন টেক জয়েন্ট সংস্থাটি প্রচার করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে।
https://twitter.com/GoogleIndia/status/1604787175274713088?s=20&t=KNRryyIRHi6q8OiyZfhkdg
এছাড়াও জানানো হয়েছে যে ভারতীয় ইউটিউব ক্রিয়েটারদের জন্য ২০২৩ সালে তারা নিয়ে আসছে বিশেষ কোর্স। ক্রিয়েটাররা এই কোর্স থেকে টাকা রোজগারেরও সুযোগ পাবেন। এছাড়াও গুগল সম্প্রতি হাত মিলিয়েছে ই গভর্নেন্স ডিভিশনের সাথে। এর ফলে ফাইল অ্যাপ ব্যবহার করে ব্যবহারকারীরা ডিজি লকার এক্সেস করতে পারবেন অতি সহজেই।





Made in India