বাংলা হান্ট ডেস্ক: গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড পেতে চলেছেন গুগলের ভারতীয় সি ই ও সুন্দর পিচাই। সুন্দরের সাথে এ অ্যাওয়ার্ড পেতে চলেছেন নাসদাক প্রেসিডেন্ট অ্যাডেনা ফ্রায়েডম্যানও।ইউএসআইবিসি ভারত আমেরিকা বাণিজ্য করিডরে উন্নয়ন ঘটানোয় উল্লেখযোগ্য ভূমিকা পালন করার জন্য সুন্দর পিচাই ও অ্যাডেনা ফ্রায়েডম্যানকে ২০১৯ সালে এ সম্মান দিচ্ছেন।

এই পুরস্কার ঘোষনা হওয়ার পর সুন্দর ইউএসআইবিসি এর উদ্দেশ্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পিচাই বলেন,” ভারতে জন্মসূত্রে দেখেছি প্রযুক্তি কিভাবে মানুষের জীবনযাপনের মান পরিবর্তন করেছে ভারতের অসামান্য উন্নয়নে অবদান রাখতে পারার জন্য গুগল এর তরফ থেকে আমি গর্বিত। একই সঙ্গে আমেরিকার জন্য পণ্য তৈরি করতে গুগলকে উল্লেখযোগ্য সহায়তা করেছে ভারত। আমরা সবে বিপুল সম্ভাবনার পথে হাঁটতে শুরু করেছি। ”
ইউএসআইবিসি তরফ থেকে জানানো হয়েছে,আগামী ১২-১৩ই জুন তারিখে ওয়াশিংটনের ইউএসআইবিসি ইন্ডিয়া আইডিয়াস সম্মেলনে পিচাই এবং ফ্রায়েডম্যানকে এই সম্মান দেওয়া হবে।





Made in India