বাংলাহান্ট ডেস্ক: প্রথম সারির দুই চ্যানেলে একগুচ্ছ সিরিয়ালের (Serial) মধ্যে টিআরপির (TRP) উত্থান পতন চলতেই থাকে। আজ যে সিরিয়াল টপে থাকে, দুদিন পরে সেই সিরিয়ালেরই হয়তো জায়গা হয় তালিকার কোণায়। টিআরপির হেরফেরের নেপথ্যে অবশ্য একাধিক কারণ থাকে, যার মধ্যে অন্যতম স্লট বদল। সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘গৌরী এলো’ (Gouri Elo)।
এক বছর পূর্ণ করে ফেলেছে গৌরী এলো। ভক্তিরসের ছোঁয়া থাকা মেগা সিরিয়ালটি প্রথম থেকেই ভাল টিআরপি তুলছিল। তবে গৌরী এলো চমক দেখাতে শুরু করে কয়েক মাস আগে থেকে। চ্যানেলের টপার ‘জগদ্ধাত্রী’কে টপকে দ্বিতীয় স্থান নিজের দখলে রাখতে শুরু করে এই ধারাবাহিক। এমনকি সকলকে চমকে দিয়ে জগদ্ধাত্রী, অনুরাগের ছোঁয়া দুই মহারথীকে হারিয়ে বাংলা সেরার তকমাও ছিনিয়ে নিয়েছিল গৌরী এলো।

ধারাবাহিকের উন্নতিতে অনুরাগীদের আনন্দে জল পড়ে সেদিনই। রাতারাতি বদলে দেওয়া হয় গৌরী এলোর স্লট। সন্ধ্যা সাড়ে সাতটার স্লট থেকে সরিয়ে এনে ছটার খালি স্লটে ফেলা হয় এই মেগাকে। এর পরিণাম পরবর্তী টিআরপি থেকেই সুস্পষ্ট হয়ে গিয়েছিল। বাংলা সেরা গৌরী এলো স্লট বদলের পর সেরা দশ থেকেই ছিটকে যায়। তারপর থেকে এক মাসেও আর সেরা দশের তালিকায় ঢুকতে পারেনি এই মেগা।
সন্ধ্যা ছটায় স্টার জলসার ‘রামপ্রসাদ’এর বিপরীতে রাখা হয়েছে গৌরী এলো কে। তথাকথিত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও স্লট লিডার হতে ব্যর্থ হচ্ছে এই সিরিয়াল। গৌরী এলো অনুরাগীরা রীতিমতো ক্ষুব্ধ চ্যানেল কর্তৃপক্ষের উপরে। সেই সঙ্গে স্লট বদলের কারণ হিসেবে চলছে নানান জল্পনাও।
মূলত নবাগত ‘ফুলকি’কে জায়গা দিতেই সরে যেতে হয়েছে ‘গৌরী এলো’কে। সন্ধ্যা সাড়ে সাতটার প্রাইম টাইমে এসেছে ফুলকি। প্রথম দু সপ্তাহ সেরা তিনেও থেকেছে নতুন এই মেগা। কিন্তু নেটপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, কলকাঠি নেড়েই নাকি সরিয়ে দেওয়া হয়েছে গৌরী এলোকে।

যে সিরিয়াল এত টিআরপি আনছে সেই সিরিয়ালকে অন্য স্লটে ঠেলে দিয়ে ক্ষতি কেন করবে চ্যানেল? প্রশ্ন ওঠার সঙ্গে সঙ্গে গুঞ্জন বলছে, ‘জগদ্ধাত্রী’র জায়গা ফাঁকা করতেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গৌরী এলো কার্যত প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল জগদ্ধাত্রীর সামনে। চ্যানেল টপারের তকমা খুইয়েছিল এই চ্যানেল। তাই গৌরী এলোকে পথ থেকে সরাতে বদলানো হয়েছে স্লট। যদিও সবটাই দর্শকদের একাংশের দাবি মাত্র।
গৌরী এলোর পরিচালক বলেন, কোন সিরিয়াল কখন সম্প্রচার হবে সেটা দেখার দায়িত্ব চ্যানেল এবং প্রযোজনা সংস্থার। তিনি স্লট ফেরানোর চেষ্টায় রয়েছেন বলে জানান। আগের থেকে টিআরপিও বাড়ছে ধীর গতিতে।





Made in India