বাংলাহান্ট ডেস্কঃ ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi) ঘোষনা করেছেন দ্বিতীয় দফার লকডাউন এর। একই সাথে তিনি এই লকডাউনে আরো বিশেষ কিছু বিধি আরোপ করেছেন। তাদের মধ্যে একটি নেশা সামগ্রী সংক্রান্ত। মোদি সরকার জানিয়েছে, দ্বিতীয় দফার লকডাউন এর সময়ে দেশে সম্পূর্ণ ভাবে বিক্রি বন্ধ থাকবে বিড়ি, সিগারেট, মদ ও গুটখা জাতীয় নেশা দ্রব্যের।

সরকার জানিয়েছে, ডিসাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০০৫ অনুসারে দেশে বিড়ি, সিগারেট, মদ ও গুটখা জাতীয় নেশা দ্রব্যের বিক্রি পুরোপুরি বন্ধ করে দেওয়া হল। এই জাতীয় দ্রব্য বিক্রি করতে গিয়ে ধরা পড়লে বিক্রেতাকে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলেও হুশিয়ারি দিয়েছে মোদি সরকার।

সরকারের বক্তব্য, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্যই দেশে লকডাউন অবস্থার জারী করা হয়েছে। আর এই সময় যদি তা না মেনে অনেক মানুষ একত্রিত ভাবে সিগারেট মদের দোকনে জড়ো হয়, তাতে সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থেকে যায়। প্রসঙ্গত, সিগারেট, মদ ও অন্যান্য নেশা দ্রব্য থেকে সরকারের বিপুল রাজস্ব আদায় হয়। তবুও এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে এই সিদ্ধান্ত নিতেই হল সরকারকে।
কিছুদিন আগেই রাজ্য বিজেপির তরফ থেকে আসামে লকডাউনের মধ্যেও মদের দোকান খলার নির্দেশ দেওয়া হয়েছিল। অনুমতি নিয়ে দোকান খোলার সাথে সাথেই মদের দোকানে লম্বা লাইন পড়ে যায়। সামাজিক দূরত্বের নির্দেশকে অমান্য করে গায়ে গায়ে দাঁড়িয়ে পড়ে লোকজন। এই চিত্র দেখে বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা নির্দেশিকায় সাফ জানিয়ে দেওয়া হয়, লকডাউন চলাকালীন আগামী ১৯ দিন সম্পূর্ন বন্ধ থাকবে মদ, সিগারেটের দোকান।





Made in India