বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগেই শুরু দলবদল। গেরুয়া শিবিরকে জোর ধাক্কা দিয়ে তৃণমূলে যোগদান করলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল (BJP MLA Tapasi Mondal)। সোমবার তৃণমূল ভবনে অরূপ বিশ্বাসের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে নিয়ে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন তিনি। মতাদর্শের সংঘাতেই নাকি পদ্ম ছেড়ে জোড়াফুল চুজ করেছেন তাপসীদেবী। এবার দলবদলু বিধায়ককে কড়া আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।
হুঙ্কার শুভেন্দুর- Suvendu Adhikari
সোমবার বিকেলেই সাংবাদিকদের শুভেন্দু বলেন, ‘যেমন মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যণী, বিশ্বজিৎ দাসের মতো দলবদলুদের লোকসভা নির্বাচনে হারিয়েছিলাম একই ভাবে তাপসী মণ্ডলকে যদি তোলামূল প্রার্থী করে তাহলে আমাকে আর কিছু করতে হবে না। হলদিয়ার তোলামূলিরাই ওকে বিসর্জন দেবে।’
শুভেন্দু বলেন, ‘অনেকেই দল ছেড়ে চলে গিয়ে আবার ফিরেও আসছে। সৌমেন রায় ফিরে এসেছে। আমাদের সঙ্গেও অনেকে যোগাযোগ রাখেন, তবে আমরা আর তাদের নেব না। আমরা এই রাজ্যে হিন্দুদের জনজাতি নিয়ে সরকার গড়ব।’ নিজের দুর্গে বিধায়ক হাতছাড়া হতেই চরম হুঙ্কার শুভেন্দুর। শুভেন্দুর পাশাপাশি তাপসীকে বিঁধেছেন গেরুয়া শিবিরের অনেকেই।

আরও পড়ুন: বদলে গেল পূর্বাভাস! মঙ্গল থেকে টানা ৪৮ ঘণ্টা বৃষ্টি রাজ্যের একাধিক জেলায়, আবহাওয়ার খবর
এদিকে গতকাল তৃণমূলে যোগদান করে তাপসী বলেন, ‘প্রগতিশীল বাংলায় আমি বিজেপির এই বিভাজনের রাজনীতি আর মেনে নিতে পারছিলাম না। এই বিভাজনের রাজনীতিকে বাংলার মানুষ প্রত্যাহার করেছে।’ প্রসঙ্গত, আগে সিপিএম তারপর বিজেপি আর এবার তৃণমূলে নাম লেখালেন তাপসী।
 
			 
 
    




 Made in India
 Made in India