বাংলা হান্ট ডেস্ক: T20 বিশ্বকাপের পরে অত্যন্ত ব্যস্ত ভারতীয় দল। জিম্বাবোয়ে সফর শেষ হতে না হতেই চলতি মাসের শেষের দিকে শ্রীলঙ্কা সফরে যেতে হবে ভারতীয় ক্রিকেট দলকে। মূলত, T20 ও ODI সিরিজ খেলতে এই সফরে যাবে টিম ইন্ডিয়া। এদিকে, এই সফরের আগেই এবার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) প্রসঙ্গে একটি বড় আপডেট সামনে এসেছে।
BCCI-কে কি জানিয়েছেন হার্দিক (Hardik Pandya):
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) BCCI-কে ব্যক্তিগত কারণে ODI সিরিজে নির্বাচন না করার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারতীয় দল আগামী ২৭ জুলাই থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে T20 সিরিজ খেলবে এবং ২ অগাস্ট থেকে ODI সিরিজ শুরু হবে।
এদিকে, টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ গৌতম গম্ভীর কোচ হিসেবে তাঁর ইনিংস শুরু করতে প্রস্তুত। শ্রীলঙ্কা সফর থেকে ভারতীয় দলের কোচের দায়িত্ব নেবেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, ভারতীয় দলের সিনিয়র খেলোয়াড় রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জাসপ্রীত বুমরাহ এই সিরিজ থেকে বিরতির দাবি জানিয়েছিলেন। কিন্তু, কোচ গম্ভীর চান এই সফরের জন্য সব সিনিয়র খেলোয়াড় যাতে থাকেন। এদিকে, ব্যক্তিগত কারণে ODI সিরিজের বাইরে থাকতে পারেন হার্দিক পান্ডিয়া।

কে হবেন ODI অধিনায়ক: এখন প্রশ্ন উঠছে যে, শ্রীলঙ্কার বিপক্ষে ODI সিরিজে নির্বাচকরা ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে বিশ্রাম দিলে অধিনায়ক হবেন কে? এদিকে, এটা নিশ্চিত যে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) T20 অধিনায়ক করা হবে। কারণ রোহিত T20 বিশ্বকাপের পর এই ফর্ম্যাট থেকে অবসরের ঘোষণা করেছেন। এমতাবস্থায়, কেএল রাহুল ODI-তে দলের নেতৃত্ব দেবেন কিনা বা নির্বাচকরা সূর্যকুমার যাদবের ওপর আস্থা ফিরিয়ে দেবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
আরও পড়ুন: ভুলে যাবেন চাকরির চিন্তা! এই ব্যবসা শুরু করলেই রাতারাতি হবেন মালামাল
ভারতের শ্রীলঙ্কা সফরের সূচি (T20):
২৭ জুলাই (শনিবার)- প্রথম T20, সন্ধ্যে ৭টা। খেলা সম্পন্ন হবে পাল্লেকেলে।
২৮ জুলাই (রবিবার)- দ্বিতীয় T20 সন্ধ্যে ৭টা। খেলা সম্পন্ন হবে পাল্লেকেলে।
৩০ জুলাই (মঙ্গলবার)- তৃতীয় T20, সন্ধ্যে ৭টা। খেলা সম্পন্ন হবে পাল্লেকেলে।
আরও পড়ুন: মহাকাশে ডিম পাহারা দিচ্ছে আস্ত পেঙ্গুইন! ছবি ধরা পড়তেই হুঁশ উড়ল NASA-র বিজ্ঞানীদের
ভারতের শ্রীলঙ্কা সফরের সূচি (ODI):
২ অগাস্ট (শুক্রবার)- প্রথম ODI, দুপুর ২ টো বেজে ৩০ মিনিট। খেলা সম্পন্ন হবে কলম্বোতে।
৪ অগাস্ট (রবিবার)- দ্বিতীয় ODI, দুপুর ২ টো বেজে ৩০ মিনিট। খেলা সম্পন্ন হবে কলম্বোতে।
৭ অগাস্ট (বুধবার)- তৃতীয় ODI, দুপুর ২ টো বেজে ৩০ মিনিট। খেলা সম্পন্ন হবে কলম্বোতে।





Made in India