বহুদিন ধরেই চলছিল বিচ্ছেদ চর্চা। জানা গিয়েছিল হার্দিক (Hardik Pandya) নাতাশার সম্পর্কে ফাটল ধরেছে। তবে, তৎকালীন সময়ে এই ব্যাপারে মুখ খোলেননি দুজনের কেউই। মাঝ সমুদ্রে নাতাশাকে বিয়ের প্রস্তাব দেন হার্দিক (Hardik Pandya)। সেই সময় এক কথায় রাজি হয়ে গিয়েছিল অভিনেত্রীও। হার্দিকের পরিবারের অবশ্য কেউই একথা জানত না।
হঠাৎই একদিন সোশ্যাল মিডিয়ায় এনগেজমেন্টের ছবি দেখেন হার্দিকের পরিবারের সদস্যরা। আর বেশ মজাদার এক সারপ্রাইজ হিসেবেই সেটি গ্রহণ করেন তাঁরা। কয়েক বছর পর জানা যায়, মা হতে চলেছেন নাতাশা। ছেলেকে পৃথিবীতে আনার পরেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তাঁরা। তারপর থেকে বেশ কাটছিল। তবে, হঠাৎই একদিন উঠে এল হার্দিক নাতাশার বিচ্ছেদের খবর।

চারিদিকে শিরোনামে ছেয়ে গেল এই বিষয়টি। IPL-এ সেই সব মুম্বই ইন্ডিয়ান্সের দ্বায়িত্ব নিয়েছিলেন হার্দিক। খারাপ ফর্মে থাকায় একাধিক কটাক্ষ সহ্য করতে হয়েছিল তাঁকে। ১৮ জুলাই জল্পনার অবসান ঘটিয়ে তাঁরা জানান, বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁদের। এই কথা শুনে ভেঙে পড়ে একাধিক অনুরাগীরা। বিচ্ছেদের পর ছেলেকে বিদেশে নিয়ে চলে যান নাতাশা।
গত কিছুদিন আগেই গিয়েছে ছেলের জন্মদিন। তাই ভারতে বসেই সোশ্যাল মিডিয়ার সাহায্যে ছেলেকে শুভেচ্ছা জানালেন হার্দিক। তিনি লেখেন, ‘তুমিই আমার ভরসা, আমার এগিয়ে চলার সাহারা। শুভ জন্মদিন।’ ছেলের জন্মদিনে হরদিকের এই কথায় চোখ ভিজেছে অনুরাগীদের। প্রসঙ্গত, বিচ্ছেদের পর টি-২০ বিশ্বকাপে বেশ ভালো পারফরম্যান্স করতে দেখা গিয়েছিল হার্দিককে। আসন্ন সিরিজগুলিতেও তাঁর উপস্থিতি কাম্য করছে অনুরাগীরা।





Made in India