বাংলাহান্ট ডেস্ক: সলমন খানের (salman khan) সুপারহিট ছবি ‘বজরঙ্গি ভাইজান’ (bajrangi bhaijan) এর ছোট্ট মুন্নিকে (munni) সকলের মনে আছে নিশ্চয়ই। হর্ষালি মালহোত্রা (harshali malhotra) অভিনয় করেছিলেন মুন্নির চরিত্রে। সেই ছোট্ট হর্ষালি এখন বড় হয়ে গিয়েছে। আর সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি দেখে নেটিজেনরা রীতিমতো অবাক।
সেদিনের সেই ছোট্ট মুন্নি এখন টিনেজার। গত ৩রা জুন ১৩ বছরে পা দিয়েছেন হর্ষালি। বাড়িতেই ধুমধাম করে জন্মদিন পালন করেছেন তিনি। হর্ষালি এখন ‘অফিশিয়ালি টিনেজার’। আনন্দ আর ধরছে না তাঁর। এদিনের জন্মদিন সেলিব্রেশনের এক গুচ্ছ ছবি, ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন হর্ষালি।

তেরো বছরের জন্মদিন উপলক্ষে পাঁচ পাঁচটি দারুন কেক কেটেছেন হর্ষালি। রঙ বেরঙের বেলুন ও পার্টি ডেকোরেশন দিয়ে সেজে উঠেছিল তাঁর বাড়ি। হ্যাপি বার্থডে লেখা বেলুন দিয়ে সাজানো হয়েছিল বাড়ি। এদিন একটি মিষ্টি গোলাপি রঙের ড্রেস পরেছিলেন হর্ষালি, সঙ্গে মানানসই নেকপিস। প্রতিটি পোস্টেই লাইক কমেন্টের বন্যা।
https://www.instagram.com/p/CPp7zN1lh4b/?utm_medium=copy_link

ছবিগুলি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা রীতিমতো অবাক হয়ে গিয়েছেন হর্ষালির পরিবর্তন দেখে। কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা এর আগে জানিয়েছিলেন, ৮০০০ জন মেয়ের মধ্যে থেকে মুন্নির চরিত্রের জন্য হর্ষালিকে নির্বাচন করা হয়েছিল। তিন জন মেয়ের মধ্যে থেকে প্রায় এক সপ্তাহ ওয়ার্কশপের পর নির্বাচন করা হয় হর্ষালিকে। এরপর কুবুল হ্যায় ও লট আও ত্রিশা সিরিয়ালেও অভিনয় করেন হর্ষালি।
https://www.instagram.com/p/CPp9f3uFbzE/?utm_medium=copy_link
https://www.instagram.com/p/CPr1TvdF80v/?utm_medium=copy_link
প্রসঙ্গত, ২০১৫ সালে মুক্তি পায় কবীর খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’। ছবিতে মিষ্টি হর্ষালির অভিনয় সকলেরই মন জয় করে নিয়েছিল। সেই সময় মাত্র ৭ বছর বয়স ছিল হর্ষালির। ছবিতে সলমন ও হর্ষালি ছাড়াও ছিলেন করিনা কাপুর খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকি।





Made in India