বাংলাহান্ট ডেস্ক : খাতায় কলমে বসন্ত আসার আগেই মনে বসন্তের দোলা লেগেছে অভিনেত্রী আরাত্রিকা মাইতির (Aratrika Maity) মনে। সিরিয়ালে যতই প্রেম জীবনে বারবার ধাক্কা লাগুক না কেন, বাস্তবে নাকি মনের মানুষকে পেয়ে গিয়েছেন তিনি। অভিনেতা আর্য দাশগুপ্তের সঙ্গে আরাত্রিকার (Aratrika Maity) সম্পর্কের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে টেলিপাড়ায়। কিন্তু এবার কানাঘুষো শোনা যাচ্ছে, দুজনের মাঝে নাকি ঢুকে পড়েছেন এক তৃতীয় ব্যক্তি।
আরাত্রিকার (Aratrika Maity) সঙ্গে সম্পর্কে আর্য
বর্তমানে সব অভিনেতা অভিনেত্রীরাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন। ব্যতিক্রম নন রাইপূর্ণাও। সিরিয়ালে যতই সংসারের দায়িত্ব তাঁর কাঁধে থাকুক না কেন, বাস্তবে তাঁর বয়স অনেকটাই কম। কিন্তু নিজের থেকে বেশি বয়সের পরিণত মনস্ক চরিত্রেও বেশ সাবলীল ভাবে অভিনয় করার ক্ষমতা রয়েছে আরাত্রিকার (Aratrika Maity)। সোশ্যাল মিডিয়ায় অবশ্য বেশ প্রাণবন্ত মেজাজেই ধরা দেন তিনি। আর সেখান থেকেই প্রথম আর্যর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন।
আরো পড়ুন : খুন হয়ে যেতে পারেন যখন তখন, তার আগে বিয়ে সেরে রাখছেন সলমন! পাত্রী কে?
তাঁদের মাঝে এসেছেন তৃতীয় ব্যক্তি
সোশ্যাল মিডিয়ায় মিষ্টি ছবি শেয়ার করেছিলেন যুগলে। তখন থেকেই শুরু হয়েছিল কানাঘুষো। অবশেষে বিজয়া দশমীতে পাশাপাশি দুজনে ফ্রেমবন্দি হওয়ার পরেই কানাঘুষো আরো তীব্র হয়। কিন্তু এর মাঝেই হঠাৎ নতুন গুঞ্জনে কপালে ভাঁজ পড়েছে আরাত্রিকা অনুরাগীদের। অভিনেত্রীর প্রেমে নাকি ইতিমধ্যেই পড়েছে বাধা। অন্য এক অভিনেত্রীর এন্ট্রি হয়েছে আরাত্রিকা (Aratrika Maity) আর্যর মাঝে! ব্যাপারটা কী?
আরো পড়ুন : জলশঙ্খে ফুঁ দিয়ে খিল্লির শিকার, ঋতুপর্ণা সেনগুপ্তের পড়াশোনা দৌড় কদ্দূর, জানেন?
কার সঙ্গে জুটি বাঁধছেন আর্য
আসলে সবটাই সিরিয়ালের ব্যাপার। আকাশ আট চ্যানেলে ‘বউ চুরি’ সিরিয়াল শেষের পর শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক। সেখানেই নাকি দেখা যাবে আর্যকে। আর তাঁর সঙ্গে নাকি প্রথম বার জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী বিয়াস ধর। দুজনেই ছোটপর্দার অতি পরিচিত মুখ। তাঁরা যদি সত্যিই পর্দায় জুটি বাঁধেন তা দর্শকদের জন্য নিঃসন্দেহে হবে একটা ভালো খবর।

আর যদি বাস্তবের কথা বলতে হয়, নেটিজেনদের মতে আরাত্রিকা (Aratrika Maity) নাকি চুটিয়ে প্রেম করছেন। তাঁদের যুগল ছবিতেও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে কোনো মন্তব্যের উত্তর তাঁরা দেননি। এই সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকারও করেননি আরাত্রিকা।





Made in India