বাংলা হান্ট ডেস্ক: বর্ষা বিদায় নেবে কিছুদিনের অপেক্ষা। তবে তার আগেই ভয়ঙ্কর খেল দেখাচ্ছে। টানা বৃষ্টিতে ভিজছে গোটা রাজ্য। উত্তরবঙ্গে বৃষ্টি দানব, পিছিয়ে নেই দক্ষিণবঙ্গেও। দুই বঙ্গেই চলছে জোর বর্ষণ। ঝড়বৃষ্টি হচ্ছে বাংলা জুড়ে।
আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদে। এছাড়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ জারি হলুদ সতর্কতা।
আবহাওয়া অফিস (Alipore Weather Office) সূত্রে খবর, মূলত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বঙ্গোপসাগরের উপর একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যেটি আবার দিঘার উপর দিয়ে গিয়েছে। আপাতত এর জেরে বেশ কয়েকদিন টানা বৃষ্টি চলবে।
আরও পড়ুন: দুবাইয়ের বাণিজ্য মন্ত্রীকে নিজের হাতে আঁকা ছবি উপহার শিল্পী মমতার! হল গুরুত্বপূর্ণ আলোচনাও
ওদিকে বৃষ্টি বেড়েই চলেছে উত্তরে। গোটা উত্তরবঙ্গ জুড়েই ভারী বৃষ্টি হবে। সকাল থেকেই চারিদিক অন্ধকার। দাপিয়ে বৃষ্টি চলছে। একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া। আপাতত বেশ কিছুদিন পার্বত্য এলাকায় অধিক বৃষ্টির সম্ভাবনা। আরও ২-৩ দিন উত্তরে ভারী বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর এই জেলা গুলিতে।
দার্জিলিং এবং কালিম্পঙে জারি হয়েছে হলুদ সতর্কতা। জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজ অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। আলিপুরদুয়ার এবং কোচবিহারেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। মালদাতে আজ হলুদ সতর্কতা জারি থাকবে।

আরও পড়ুন: এক কিস্তিতেই ১৭০০ কোটি! রাজ্যে এল পঞ্চদশ অর্থ কমিশনের বিপুল অর্থ, তবে রয়েছে শর্তও
যদিও আজ থেকে কিছুটা বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ওদিকে আগামিকাল উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির জন্য কালও জারি থাকবে হলুদ সতর্কতা।





Made in India