বাংলা হান্ট ডেস্ক: গত বছরের শেষ থেকেই আবহাওয়ার ঘন ঘন মুড বদল। উত্তরে ঠান্ডা তো দক্ষিণে ফিকে শীতের (Winter) আমেজ। তবে আর নেই দেরী। অবশেষে জমিয়ে শীত পড়ছে রাজ্য জুড়ে। উত্তর পশ্চিম কনকনে ঠান্ডা হাওয়া ঢুকতে আর বাধা নেই। আজ থেকেই রাতের তাপমাত্রা কমা শুরু হবে। আর শুরু হবে শীতের দ্বিতীয় স্পেল।
পৌষের শেষে ফের জোরসে ব্যাটিং শীতের।।আগামী ১-২ দিনের মধ্যে হাড়কাঁপানো ঠান্ডায় পড়বে দক্ষিণের জেলাগুলি। চলতি সপ্তাহে গোটা রাজ্যের তাপমাত্রাই বেশ কিছুটা কমতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
গোটা রাজ্য জুড়েই আগামী কয়েক হুড়মুড়িয়ে কমতে চলেছে তাপমাত্রা। ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে দক্ষিণের জেলাগুলোতে। হাওয়া অফিসের পূর্বাভাস, রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা নেমে যেতে পারে। পশ্চিমের জেলা গুলিতে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামার সম্ভাবনা।
আরও পড়ুন: আজকের রাশিফল ১২ জানুয়ারি, ভাগ্য প্রসন্ন হবে এই তিন রাশির
শুক্রবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহে কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। আগামী ২-৩ দিনে বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশা থাকতে পারে।
অবশেষে ফিরতে চলেছে শীত। পৌষ সংক্রান্তির আগেই শুরু হবে শীতের স্পেল। আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে।বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনও জেলায়। আগামী তিন দিনে কলকাতায় দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে।

আরও পড়ুন: ‘সরকারি কর্মী, পেনশনার, শিক্ষক, সবাইকে কেন্দ্রীয় হারে DA দেওয়া হবে’, বিরাট ঘোষণা শুভেন্দুর
ওদিকে উত্তর জুড়ে ভরপুর শীতের আমেজ। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলা গুলিতে আরও কমবে তাপমাত্রা। দার্জিলিং এ বৃষ্টি হতে পারে। সিকিমেও বৃষ্টির সম্ভাবনা। হতে পারে তুষারপাতও।





Made in India