বাংলাহান্ট ডেস্ক: ২০০ মিটারের দৌড়ে বাংলা তথা দেশের নাম উজ্জ্বল করলেন হিমা দাস। যার কাছে আগে অ্যাডিডাস এর জুতো কেনার সামর্থ্য ছিল না, বিশ্ব সেরা স্পোর্টস গুডস কোম্পানি গুলো এখন তার বাড়ির দোর গোড়ায়।
এক সপ্তাহের ভিতর আন্তর্জাতিক স্তরে জোড়া সোনা জিতে ফের আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করলেন অসমের হিমা দাস।

এই ভারতীয় স্প্রিন্টার পোল্যান্ডে কুতনো অ্যাথলেটিক্স মিটে ২০০ মিটারে প্রথম স্থান ছিনিয়ে নিয়ে জিতলেন স্বর্ণ পদক।
২০০ মিটার অতিক্রম করতে হিমা সময় নেন ২৩.৯৭ সেকেন্ড।
গত কয়েকদিন আগেই পোল্যান্ডে পোজন্যান অ্যাথলেটিক্স গ্রাঁপি-তে ২০০ মিটার দৌড়ে সোনা জেতেন এই দৌড়বীদ





Made in India