চোট সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন ভারতের কুড়ি বছর বয়সী স্প্রিন্টার হিমা দাস। চোট সমস্যা থাকার কারণে এখনও পর্যন্ত অলিম্পিকে যোগ্যতা অর্জন করে উঠতে পারেননি হিমা দাস। আর সেই কারণে এখন চোট সারিয়ে পাতিয়ালার সাই-তে নিয়মিত ফিটনেস ট্রেনিং করে যাচ্ছেন হিমা দাস। এখনো পর্যন্ত ট্রাকে না নামলেও নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত ক্রিকেট খেলছেন হিমা দাস।
হিমা দাস দুই বছর আগে ফিনল্যান্ডে জুনিয়র অ্যাথলেটিক্সে নজির গড়েছিলেন। প্রথম ভারতীয় হিসাবে 400 মিটার রানে সোনা জিতেছিলেন হিমা দাস। চোট সমস্যার কারণে এখন রীতিমতো বিপাকে পড়ে গিয়েছেন হিমা দাস। কোমরের নিচের অংশের চোট রীতিমতো সমস্যায় ফেলে দিয়েছে কুড়ি বছর বয়সী অসমের এই স্প্রিন্টারকে।

সংবাদ সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে হিমা দাস জানিয়েছেন এখন আমি পুরোপুরি ফিট। তবে কোচের অনুমতি না থাকার কারণে এখনও পর্যন্ত আমি ট্রাকে নেমে নিজের প্র্যাকটিস শুরু করতে পারিনি। নিজেকে ফিট রাখার জন্য এখন নিয়মিত সাইকেলিং করছি এবং ক্রিকেট খেলছি।





Made in India