বাংলা হান্ট ডেস্কঃ তৃণমুল নেতার বেআইনি ভাবে তৈরী করা বিশাল বাড়ি ভেঙ্গে দিলো তৃনমূল পরিচালিত হুগলীর বাঁশবেড়িয়া পৌরসভা। বাঁশবেড়িয়া শহর তৃণমুল কংগ্রেসের তৎকালিন কার্যকরি সভাপতি ছিলেন দেবরাজ পাল।
বাঁশবেড়িয়া পৌরসভার বাসুদেবপুর মৌজার একুশ নম্বর ওয়াডে বাড়িটি বেআইনি ভাবে করে ছিলো বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা বহু বার অভিযোগ করে ছিলো পৌরসভার কিন্ত কর্নপাত করেনি তৃনমূল নেতা। কিছু দিন আগে পুরসভার বোড মিটিং এ ঠিক ওই বাড়ি করতে পৌরসভা থেকে কোন অনুমতি নেওয়া হয়নি, এছাড়া পরের জমিতে বেআইনি ভাবে বাড়িটি তৈরি করা হয়েছে ।
সেই মতো আজ পুরসভার নির্দেশে বাড়িটি ভাঙার কাজ শুরু হলো। লোকসভার ভোটের পর থেকে বাড়ি ছারা তৃনমূল নেতা। এর আগেও কাটমানি নিয়ে তার বাড়ির সামনে আন্দলোন করনে স্থানীয় বাসিন্দারা।





Made in India