বাংলা হান্ট ডেস্কঃ বয়স যে ৫০ পেরিয়েছে তাঁকে দেখে বোঝার উপায় নেই! ৫২ বছর বয়সেও তাঁর রূপ, জেল্লা দেখার মতো। কীভাবে নিজের যৌবন ধরে রেখেছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)? তৃণমূল সাংসদের ফিটনেসের রহস্যটাও বা কী? এবার নিজেই সেসব থেকে ‘পর্দা’ সরালেন পর্দার দিদি নম্বর ওয়ান।
-
গ্লো ও ফিটনেস ধরে রাখার সিক্রেট শেয়ার রচনার (Rachana Banerjee)!
অভিনেত্রী থেকে নেত্রী হয়েছেন রচনা। রাজনীতির দুনিয়ায় পা রাখার পর বেড়েছে তাঁর দায়িত্ব। তবে এতকিছুর মধ্যেও রচনার গ্লো কিন্তু একটুও কমেনি! সেটা একেবারে অটুট। সেই সঙ্গেই তাক লাগায় ‘দিদি নম্বর ওয়ান’এর ফিটনেস। কোন উপায়ে এই দুই জিনিস ধরে রেখেছেন? এবার জানালেন নিজেই।
রবিবার সকালে রবীন্দ্র সরোবরে উপস্থিত হয়েছিলেন হুগলির সাংসদ। সাধারণত সকাল সকাল সেখানে গেলে অনেকেই চায়ের কাপে চুমুক দেন। তবে রচনা ব্যতিক্রম। চা নয়, বরং দুই অন্য পানীয়ে চুমুক দিলেন তিনি। কী দিয়ে তৈরি সেই পানীয়? সেটাও সবার সঙ্গে ভাগ করেন তৃণমূল (Trinamool Congress) সাংসদ।
আরও পড়ুনঃ ফিল্মি স্টাইলে বিরাট অভিযান! ‘দালালরাজ’ রুখতে পুলিশ যা করল… হাওড়া স্টেশনে শোরগোল
নিজের ফিটনেস ধরে রাখতে প্রত্যেকদিন নিম পাতা ও করলার রস খান রচনা। সেই সঙ্গেই চুমুক দেন আমলা এবং অ্যালোভেরার রসে। গতকাল সকাল সকালে লেকে গিয়েও এই দুই ডিঙ্কই পান করেছেন তিনি। সেই সঙ্গেই জানিয়েছেন, বাড়িতেও রোজ সকালে এটাই খান।

হুগলির তৃণমূল (TMC) সাংসদ এদিন বলেন, ‘এটা হচ্ছে নিম আর করলার রস। আর এই হাতে রয়েছে আমলা আর অ্যালোভেরার রস। আজ রবিবার সকাল। আমি লেকে এসেছি। এই দু’টো রস আজ আমি খাব। খুব তেতো তবে খেতে হবে’।
এখানেই না থেমে রচনা (Rachana Banerjee) আরও জানান, বাড়িতে থাকলেও রোজ সকালে এই পানীয় পান করেন। তাঁর কথায়, ‘আমায় প্রত্যেকে জিজ্ঞেস করেন, আমি কী করি, কী খাই। আমি এটা খাই। বাড়িতে রোজ সকালে আমি এটা খাই। তবে এখানে এসেছি, তাই এখানে এটা খাচ্ছি’।





Made in India