বাংলাহান্ট ডেস্ক : হোটেলে অবিবাহিত দম্পতিদের হেনস্থার ঘটনার খবর মাঝেমধ্যেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া ও নিউজ চ্যানেলে। আমরা অনেকেই এই ধরনের সংবাদে মনে মনে আনন্দিত হলেও, এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের দেশের আইনে এমন কোনো নিয়ম নেই যেখানে বলা রয়েছে যে অবিবাহিত দম্পতিরা হোটেল (Hotel) রুমে একসাথে থাকতে পারবেন না।
ট্যুর প্ল্যান করার সময় হোটেলের (Hotel) নিয়ম
ভারতীয় আইন অবিবাহিত পুরুষ ও নারীকে একসাথে হোটেলে বসবাস করার অনুমতি দেয়। তবে সেই তথ্য সম্পর্কে অনেকেই ওয়াকিবহল নন। যার জেরে অনেক সময় অসাধু ব্যবসায়ী বা পুলিশের হাতে হেনস্থার শিকার হতে হয় তাদের। হোটেলে (Hotel) যাওয়ার আগে আমাদের প্রত্যেকের উচিত কিছু বিষয়ে নিশ্চিত হওয়া।

যদি আপনি আপনার বন্ধু বা বান্ধবীর সাথে হোটেলে (Hotel) কিছুটা সময় কাটাতে চান সেটা কখনোই অপরাধ নয়। পুলিশ বা প্রশাসন আপনাকে কোনো ভাবেই হেনস্থা করতে পারে না। আপনিও যদি আপনার বন্ধু বা বান্ধবীর সাথে হোটেলে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে কিছু বিষয় অবশ্যই মাথায় রেখে চলুন।
আরোও পড়ুন : মাথায় দুটো ঝুঁটি, মিষ্টি মুখ দেখে ভুলবেন না! এই পুঁচকেই আজ বলিউডের হ্যান্ডসাম নায়ক, চিনলেন?
• জাল পরিচয় পত্র দেবেন না : অবিবাহিত হোক বা বিবাহিত, হোটেলে রুম নিতে গেলে প্রদান করতে হয় বৈধ পরিচয় পত্র। তাই সর্বদা আপনার আসল পরিচয় পত্র প্রদান করেই হোটেলের খাতায় নাম নথিভুক্ত করবেন। ভুয়ো নাম-ঠিকানা বা জাল পরিচয় পত্র দিলে পরে বিপদে পড়তে পারেন আপনি।
• বয়স : অবিবাহিত কাপলরা যদি হোটেলে রুম নিতে চান তাহলে সবার বয়স হতে হবে ১৮ বছরের উর্ধ্বে। ১৮ বছর বয়সের নিচে অবিবাহিতদের হোটেল রুম দেওয়া হয় না।

• যাচাই করে নিন : যে হোটেল বা লজে যাচ্ছেন তার সম্পর্কে আগে ভালো করে খোঁজখবর নিন। এমন অনেক জায়গা রয়েছে যেখানে অবৈধ মধুচক্র চলে। তাই সেই সব হোটেলে যদি রুম নেন তাহলে সমস্যায় পড়তে পারেন। তাই ভালো করে খোঁজখবর নিয়ে বুকিং করাই ভালো।
• নিজের লোকালিটির কাছে হোটেল বুক করুন : অনেকেই রয়েছেন যারা নিজের লোকালিটি থেকে অনেক দূরে রুম বুক করেন। এটি করলে অনেক সময় সমস্যা দেখা দিতে পারে। চেষ্টা করবেন নিজের শহর বা এলাকার মধ্যে কোনো হোটেলে যাওয়ার।





Made in India