বাংলা হান্ট ডেস্ক: সন্তানকে মানুষ করতে একটা সময় লোকের বাড়ি বাড়ি কাজ করতেন মা। ছেলেকে প্রতিষ্ঠিত করতে করেছেন অনেক আত্মত্যাগ। অবশেষে বড় হয়ে মায়ের মুখ উজ্জ্বল করলেন রাহুল ঘোরকে (Rahul Ghodke)। মুম্বইয়ের এই যুবক আজ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় (ISRO) টেকনিশিয়ান।
ইসরোর (ISRO) টেকনিশিয়ান রাহুলের উত্থান
রাহুলের বাড়ি মুম্বইয়ের চেম্বুর এলাকায়। দশম শ্রেণীতে পড়ার সময়ই বাবাকে হারান তিনি। ফলে সেই সময় সংসারের পুরো দায়িত্ব এসে পড়ে রাহুল ও তাঁর মায়ের কাঁধে। রাহুলের বাবা পেশায় দিনমজুর ছিলেন। ফলে সঞ্চয় বলে কিছুই ছিল না। ফলে একটা সময় পড়া ছেড়ে উপার্জনের কথা ভেবেছিলেন রাহুল।

কিন্তু তা হতে দেননি তাঁর মা। ছেলে যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেই জন্য লোকের বাড়ি বাড়ি গৃহপরিচারিকার কাজ করা শুরু করলেন তিনি। পড়াশুনা বজায় রেখে ছোটখাটো কাজ করা শুরু করলেন রাহুলও। কিন্তু সংসারের বোঝা টানতে টানতে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার উত্তীর্ণ হতে ব্যর্থ হন রাহুল।

কিন্তু ব্যর্থতার ফলেও হতোদ্যম হননি এই যুবক।তখন চেম্বুরের কাছে গোভান্দিতে এক আইটিআই কলেজে ইলেকট্রনিক বিভাগে ভর্তি হন তিনি। সেখান থেকে বেশ ভাল নম্বর পেয়েই আইটিআই ডিপ্লোমা অর্জন করেন রাহুল। আর তারপরেই চাকরি পেয়ে যান এল অ্যান্ড টি কোম্পানিতে।
আরোও পড়ুন : আজকের রাশিফল ১ ডিসেম্বর, টাকার বৃষ্টিতে ভিজবে এই চার রাশি
চাকরির পাশাপাশি ডিস্ট্যান্সে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন রাহুল। এরই মাঝে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের খোঁজে একটি চাকরির বিজ্ঞাপন দেয় ইসরো (ISRO)। সেই চাকরির পরীক্ষায় অসংরক্ষিত আসনে ১৭ ও সংরক্ষিত কোটায় তৃতীয় হন রাহুল ঘোরকে। আজ দুই মাস ধরে ইসরোর টেকনিশিয়ান (Technician) হিসেবে কাজ করছেন রাহুল।





Made in India