বাংলা হান্ট নিউজ ডেস্ক: আসন্ন শনিবার থেকে আরম্ভ হচ্ছে এশিয়া কাপ ২০২২। অষ্টমবারের জন্য এই ট্রফি ঘরে তুলতে চাইবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হয়ে এশিয়া কাপে অভিযান শুরু করবে ভারত। পাকিস্তান এই ট্রফি মাত্র দুই বার জিততে পেরেছে। কিন্তু এশিয়া কাপ টুর্নামেন্ট কেন শুরু হয়েছিল তা অনেকেই জানেন না।

আপনি যদি একটি দেশের ক্রিকেট বোর্ডের প্রধান হন, আর চেয়েও বিশ্বকাপের টিকিট না পান তাহলে আপনার কেমন লাগবে? ঠিক এমনটাই হয়েছিল এনকেপি সালভের সাথে। তৎকালীন বিসিসিআই সভাপতি সালভে ১৯৮৩-এর ঐতিহাসিক ফাইনাল লর্ডসে বসে দেখতে চেয়েছিলেন। এরপরে তিনি ঠিক করেছিলেন নিজে এমন বিশ্বমানের টুর্নামেন্ট আয়োজন করবেন এবং সেখান থেকে ইংল্যান্ডকে বাইরে রাখবেন। কিন্তু এমন কাজটি করা সহজ ছিল না।
নিজের এই পরিকল্পনার কথা তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান নূর খানকে জানান। খান সব শুনে তার এই পরিকল্পনাতে যোগ দেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান গামিনি ডিসানায়েকেও এই পরিকল্পনায় তার সাথে যোগ দেন। এভাবেই ১৯৮৩ সালের ১৯ শে সেপ্টেম্বর নয়াদিল্লিতে জন্ম হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের।
এখন আইসিসির তিন পূর্ণাঙ্গ সদস্য ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার পাশাপাশি যুক্ত হয়েছে বাংলাদেশ, মালয়েশিয়া ও সিঙ্গাপুরও। এসিসি বিশ্বক্রিকেটের প্রথম আঞ্চলিক সংগঠন। কিন্তু এসিসি শুধু এখানেই থেমে থাকতে চায়নি। ১৯৮৪ সালে তারা আয়োজন করে ইতিহাসের প্রথম এশিয়া কাপ শুরু হয় যেটি সংযুক্ত আরব আমিরাশাহিতে শুরু হয়। টুর্নামেন্টটি একদিনের ফরম্যাটে হলেও ২০১৬-এর পর এই বছরও এটি টি টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে।





Made in India