বাংলাহান্ট ডেস্ক : সাড়া দিচ্ছেন চিকিৎসায়। কলকাতা থেকে দিল্লি নিয়ে যাওয়ার পরেই অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijeet Gangopadhyay)। বর্তমানে দিল্লির এইমসে ভর্তি রয়েছেন তিনি। এখনো পুরোপুরি সুস্থ না হলেও আগের তুলনায় অবস্থা অনেকটাই স্থিতিশীল রয়েছে প্রাক্তন বিচারপতির। বিজেপি নেতৃত্বের একটি সূত্রে খবর, শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তাঁর।
দিল্লি এইমসে চিকিৎসায় সাড়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijeet Gangopadhyay)
শনিবার রাতেই আইসিইউ থেকে বের করে জেনারেল বেডে দেওয়া হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijeet Gangopadhyay)। তাঁর পরিবার এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের শারীরিক অবস্থার কথা চিকিৎসকরা জানিয়েছেন বলে খবর। কলকাতায় আগে থাকতেই বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছিল সাংসদের। সেগুলির রিপোর্টও এসেছিল। তবে দিল্লিতে নিয়ে যাওয়ার পর নতুন করে আরো কিছু টেস্ট করা হয়েছে তাঁর। সেগুলির রিপোর্টে আরও কিছু জটিলতা ধরা পড়েছে বলে খবর।
লিকুইড খাবার খাচ্ছেন সাংসদ: জানা যাচ্ছে, অগ্ন্যাশয়ে এখনো সমস্যা রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijeet Gangopadhyay)। তাই এখন শক্ত খাবার তাঁকে দেওয়া যাবে না বলেই জানিয়েছেন চিকিৎসকরা। আপাতত লিকুইড খাবার দেওয়া হচ্ছে তাঁকে। মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে, যার তত্ত্বাবধানে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijeet Gangopadhyay)।
আরো পড়ুন : DA-র টাকা অপ্রয়োজনীয় খাতে! ‘দেউলিয়া হয়ে যাবে রাজ্য’, আসরে বিকাশরঞ্জন
দিল্লি গিয়েছেন অভিজিতের পরিবার: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সভাপতি জেপি নাড্ডা এবং সংসদীয় মন্ত্রী কিরন রিজিজু রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijeet Gangopadhyay) দেখভালের দায়িত্বে। কলকাতা থেকে তাঁর ভাই, ভাইয়ের স্ত্রী পৌঁছেছেন দিল্লি। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীকে তাঁদের সহায়তা করার দায়িত্ব দেওয়া হয়েছে।
আরো পড়ুন : বেতন, ভাতায় বাম্পার বৃদ্ধি, অষ্টম বেতন কমিশনে কতটা লাভ হবে সরকারি কর্মীদের? চলে এল আপডেট
লোকসভার সচিবালয় হাসপাতালের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বলে খবর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার রাতে কথা বলেছেন এইমসের চিকিৎসকদের সঙ্গে। দিব্যেন্দু অধিকারী জানান, আগের থেকে অনেকটা ভালো আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চিকিৎসকরা নিয়মিত তাঁর শারীরিক অবস্থার কথা জানাচ্ছেন তাঁদের। তবে এখনি তিনি ছাড়া পাবেন না বলেই জানা যাচ্ছে। কয়েক মাস এখনও তাঁকে হাসপাতালে থাকতে হতে পারে বলে মনে করা হচ্ছে।