বাংলা হান্ট ডেস্ক : বিনোদন দুনিয়ায় যেন শনিদেবের প্রকোপ পড়েছে। দূর্ঘটনার ঘনঘটা থামার নামই নেই যেন। গত অগাস্টেই মিলেছিল চরম দুঃসংবাদ। বড় মেয়ে বৈশালী কুরিয়াকোসকে হারান দীপঙ্কর দে (Dipankar Dey)। মাত্র ৫২ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করেন বৈশালী। কার্যত তারপর থেকেই ভেঙে পড়েছেন এই বর্ষীয়ান অভিনেতা।
একথা আর নতুন করে বলার দরকার নেই যে সন্তান বিয়োগের চেয়ে বড়ো বোঝা আর কিছু নেই। একজন পিতার কাছে তার সন্তানের মূল্য সবার আগে। আর সেই সন্তানই যদি ছেড়ে চলে যায় তাহলে সেই পিতা মাতার আর থাকেই বা কী! এই কঠিন সময়টা সর্বক্ষণ স্বামীকে আগলে রেখেছেন স্ত্রী দোলন রায় (Dolon Roy)। দীপঙ্কর এখন কেমন আছেন? কী জানালেন অভিনেতা?
এইদিন মিডিয়ার সামনে দোলন বলেন, “মেয়েকে হারিয়ে স্বাভাবিকভাবেই কষ্টে রয়েছে ও। আমিও শ্যুটিং থেকে ছুটি পাচ্ছি না। আপাতত ও সিরিয়ালে কাজ করছে না। এই কদিন কোনও কাজ করেনি। বাড়িতেই থেকেছে। মানুষটাকে দেখে খারাপ লাগছে। ‘দাবাড়ু’-র শ্যুটিং শুরু হলে কাজের মধ্যে ডুবে থাকবে। তবু কিছুটা ভালো ওর জন্য।”
আরও পড়ুন : ‘জওয়ান’ ক্রেজে শামিল আনন্দ মাহিন্দ্রাও, শাহরুখকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণার দাবি শিল্পপতির
শোক ভুলতে বাইরে যাওয়ারও পরিকল্পনা করছেন তারা। অভিনেত্রীর কথায়, “যদি কয়েকটা দিন ও একটু ঘুরে আসতে পারে তাহলে ভালোই হয়। আর তা ভেবেই আমি আর প্ল্যান বদল করিনি।” আসলে মেয়ের মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারছেননা দীপঙ্কর। এখনও পর্যন্ত স্বাভাবিকভাবে কথা বলার অবস্থায় আসেননি তিনি।
আরও পড়ুন : এই গান গাইলে মৃত্যু অবশ্যম্ভাবী! প্রাণ হারিয়েছেন ১২ জন, নেপথ্য কারণ জানলে চমকে যাবেন

উল্লেখ্য, বৈশালী কুরিয়াকোস হৃদরোগে ভুগছিলেন বলে জানা গিয়েছে। মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বৈশালির স্বামী অনিলও এই টলিপাড়ারই মানুষ। তিনিও ভাবতে পারেননি এরকম কিছু ঘটতে পারে বলে। দীপঙ্কর কন্যার এমন আচমকা প্রয়াণে গোটা পরিবার জুড়ে এখন শোকের ছায়া।





Made in India