বাংলা হান্ট ডেস্ক: রোহিত শর্মার অধিনায়কত্বে ফের আরেকটি টেস্ট ম্যাচে হারের সম্মুখীন হয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচে রোহিত শর্মা ছিলেন না। তাঁর অনুপস্থিতিতে জসপ্রীত বুমরাহ অধিনায়কত্বের দায়িত্ব নিয়েছিলেন। ওই ম্যাচে ভারত দুর্দান্ত জয় হাসিল করে। এদিকে, রোহিত শর্মার ফেরার পর আশা করা হয়েছিল পরবর্তী জয়টা হবে আরও ঐতিহাসিক। কিন্তু, সেটা ঘটেনি।
কিভাবে WTC ফাইনালে পৌঁছবে টিম ইন্ডিয়া (Team India):
এদিকে, বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়ে ভারত (Team India) ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সরাসরি তৃতীয় স্থানে নেমে গেছে। পাশাপাশি, অস্ট্রেলিয়া আবারও প্রথম স্থান দখল করেছে। এমতাবস্থায়, সবথেকে বড় প্রশ্ন হল, টিম ইন্ডিয়া আদৌ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কিনা? কারণ, ইতিমধ্যেই তৈরি হয়েছে নতুন সমীকরণ।

অস্ট্রেলিয়া ফের পৌঁছে গিয়েছে প্রথম স্থানে: আমরা যদি বর্তমানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের দিকে তাকাই, তাহলে দেখা যাবে অস্ট্রেলিয়া দল আবার প্রথম স্থানে উঠেছে। এই ম্যাচে জয়ের পর অস্ট্রেলিয়ার PCT হয়েছে ৬০.৭১। যেখানে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা দল। তাঁদের PCT বর্তমানে ৫৯.৩৬। তার মানে প্রথম এবং দ্বিতীয় দলের মধ্যে পার্থক্য খুব বেশি নয়। একটি ম্যাচে জয় বা পরাজয় এক্ষেত্রে পরিবর্তন ঘটাতে পারে।
আরও পড়ুন: চলছে গভীর ষড়যন্ত্র! এবার আরও বড় সঙ্কটে চিন্ময় কৃষ্ণ দাস, সব সীমা ছাড়িয়ে গেল ইউনূস সরকার
পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে টিম ইন্ডিয়া: ভারত (Team India) এখন এই তালিকায় তৃতীয় স্থানে চলে গেছে। যা উদ্বেগের বিষয়। ভারতের PCT বর্তমানে ৫৭.২৯। ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট পর্যন্ত ভারতীয় দল এই তালিকায় প্রথম স্থানে থাকলেও ওই ম্যাচে হারের কারণে টিম ইন্ডিয়া তৃতীয় স্থানে পৌঁছেছে। তবে ফাইনালে ওঠার পথ এখনও বন্ধ হয়নি ভারতীয় দলের। কিন্তু, এটা নিশ্চিত যে, ফাইনালে ওঠার পথটি অবশ্যই কঠিন হয়ে উঠেছে।
আরও পড়ুন: ১২ বছর পর চূড়ান্ত খারাপ পারফরম্যান্স বিরাটের! অ্যাডিলেড টেস্টে তৈরি হল লজ্জার রেকর্ড
টিম ইন্ডিয়াকে বাকি ৩ টি ম্যাচই জিততে হবে: প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারত (Team India) ও অস্ট্রেলিয়ার মধ্যে এই টেস্ট সিরিজে এখনও আরও ৩ টি ম্যাচ বাকি। টিম ইন্ডিয়া যদি টানা ৩ টি ম্যাচ জিততে সফল হয়, তাহলে তারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যেতে পারে। এদিকে, টিম ইন্ডিয়া যদি বাকি ৩ টি ম্যাচের একটিতেও হেরে যায় বা ম্যাচ ড্র হয়, তাহলে ভারতের ফাইনালে ওঠা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এমতাবস্থায়, পরবর্তী ম্যাচগুলি টিম ইন্ডিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।





Made in India