বাংলাহান্ট ডেস্ক: আপনাকে চাকরির ইন্টারভিউতে কখনও উদ্ভট প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে? এমন কিছু প্রশ্ন যেগুলির উত্তর দিতে রীতিমতো কালঘাম ছুটে গিয়েছে আপনার? সাধারণত চাকরির ইন্টারভিউতে একজন প্রার্থীর বুদ্ধির পরীক্ষা করা হয় এমন সব প্রশ্নের মাধ্যমে। প্রশ্নগুলি সেই মুহূর্তে শুনতে খুব খারাপ লাগলেও আদতে কিন্তু এগুলি বেশ ভাল মানেরই। এর মর্ম উদ্ধার করতে গেলে প্রচণ্ড হারে বুদ্ধি খাটাতে হয়। এরপর যাতে আপনাকে ইন্টারভিউতে এমন কঠিন অবস্থার সম্মুখীন না হতে হয়, তাই আমরা আপনাকে সাহায্য করব।
এই প্রতিবেদনে আমরা এমন কয়েকটি প্রশ্ন এবং সঙ্গে তার উত্তর দিয়ে দিলাম, যা আপনাকে আপনার পরের চাকরির ইন্টারভিউতে অনেকটাই সাহায্য করতে পারে। তাই দেখে নিন প্রশ্নের তালিকা।

১। প্রশ্ন: গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে কেন?
উ: পৃথিবীর উত্তর গোলার্ধ যখন সূর্যের দিকে হেলে থাকে, তখন সেই প্রান্তে গ্রীষ্মকাল হয়। উত্তর গোলার্ধে এই সময় সূর্য খাড়া ভাবে কিরণ দেয়। সেই কারণেই এই সময় এই সব অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পায়।
২। প্রশ্ন: গ্রীষ্মকালে ভারতের কোন অঞ্চলে গভীর নিম্নচাপ দেখা যায়?
উ: রাজস্থানের মরু অঞ্চলে এই সময় গভীর নিম্নচাপ সৃষ্টি হয়। ফলে এখানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়।
৩। প্রশ্ন: জ্যোতির্বিজ্ঞানের অর্থ কী?
উ: মহাকাশ সংক্রান্ত বিজ্ঞানকেই বলা হয় জ্যোতির্বিজ্ঞান।
৪। প্রশ্ন: ভারতের কোন কোন রাজ্যে বছরে দু’বার বৃষ্টি পড়ে?
উ: তামিলনাড়ু ও পাঞ্জাবে বছরে দু’বার বৃষ্টিপাত হয়।

৫। প্রশ্ন: ভারতের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়?
উ: মেঘালয়ের মৌসিনরামে সবচেয়ে বেশি বৃষ্টি হয়।
৬। প্রশ্ন: ভারতের বৃষ্টিপাত কোন বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়?
উ: দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা ভারতের বৃষ্টিপাত নিয়ন্ত্রিত হয়।
৭। প্রশ্ন: ভারতের জলবায়ু কোন প্রকৃতির?
উ: ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির।
৮। প্রশ্ন: পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড় কখন দেখা যায়?
উ: পশ্চিমবঙ্গে শরৎকালে আশ্বিনের ঝড় দেখা যায়।

৯। প্রশ্ন: ভারতের আবহাওয়া দফতরের সদর অফিস কোথায় অবস্থিত?
উ: রাজধানী নয়াদিল্লিতে ভারতীয় আবহাওয়া দফতরের সদর অফিস অবস্থিত।
১০। প্রশ্ন: ভারতের শুষ্কতম স্থান কোনটি?
উ: রাজস্থানের বিকানি জেলার ব্রিয়াওয়ালী হল দেশের শুষ্কতম স্থান। এখানে ৫৬ ডিগ্রি সেলসিয়াস অবধি তাপমাত্রা যেতে পারে।
১১। প্রশ্ন: আঁধি নামক ঝড় কোথায় দেখা যায়?
উ: আঁধি সাধারণত পাঞ্জাবে দেখা যায়।
১২। প্রশ্ন: ভারতের শীতলতম স্থান কোনটি?
উ: লাদাখের দ্রাস হল ভারতের শীতলতম স্থান। এখানে তাপমাত্রা -৪৫ ডিগ্রি সেলসিয়াস অবধি নেমে যেতে পারে।

১৩। প্রশ্ন: দেশের উষ্ণতম মাস কোনটি?
উ: মে মাস হল দেশের উষ্ণতম মাস।
১৪। প্রশ্ন: ‘লু’ কাকে বলা হয়?
উ: গ্রীষ্মকালে উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন অঞ্চলে দিনের বেলায় প্রচণ্ড উষ্ণ হাওয়া প্রবাহিত হয়। এটিকেই বলা হয় ‘লু’।
১৫। প্রশ্ন: কোন জিনিস মেয়েরা দু’বার পায় কিন্তু ছেলেরা একবারই পায়?
উ: এটি হল পদবি। মহিলারা জন্মের সময় এক পদবি পান এবং বিয়ের সময় পদবি বদলে যায়। কিন্তু ছেলেদের ক্ষেত্রে তা হয় না।





Made in India