বাংলা হান্ট ডেস্কঃ অন্য রাজ্যে যানবাহনের স্থানান্তরকরনের সমস্যা রুখতে ইতিমধ্যেই একটি বড় পদক্ষেপ নিয়েছে সড়ক পরিবহন মন্ত্রক। লাগু করা হয়েছে নতুন ভারত সিরিজ (BH Series)। একবার এই ভারত সিরিজের নম্বর নিবন্ধিত হলে নিজস্ব যানবাহন অন্য রাজ্যে স্থানান্তর করার ক্ষেত্রে কোন সমস্যায় পড়তে হবে না ভিন রাজ্যের নাগরিকদের। মন্ত্রক তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, অনেক কর্মীদেরই কর্মসূত্রে ভিন রাজ্যে স্থায়ীভাবে বসবাস করতে হয়। সেক্ষেত্রে যানবাহন স্থানান্তর করা একটি বড় সমস্যা, কিন্তু এক্ষেত্রে একবার ভারত সিরিজের নিবন্ধন সম্পন্ন হলে কোন সমস্যাতেই পড়তে হবেনা কর্মীদের।
কারা কারা পাবেন এই সুবিধাঃ
মন্ত্রক তরফে জানানো হয়েছে এই গাড়ির নিবন্ধন সুবিধা মূলত পাবেন প্রতিরক্ষা কর্মী, কেন্দ্রীয় সরকার/ রাজ্য সরকার/ কেন্দ্রীয়/ রাজ্য পাবলিক সেক্টরের আন্ডারটেকিং কর্মীরা। বেসরকারি কোম্পানির সেই এমপ্লয়িরাও এই সুবিধা পেতে পারেন, তবে সেক্ষেত্রে কোম্পানির অন্তত চারটি কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে অফিস থাকতে হবে।
কিভাবে করবেন আবেদনঃ
আবেদনের জন্য মূলত তিনটি ধাপ অনুসরণ করতে হবে আবেদনকারীদের–
★ প্রথমত, যে রাজ্যে যানবাহনটি ক্রয় করা হয়েছে সেই পেরেন্ট রাজ্যের এনওসি সার্টিফিকেট দাখিল করতে হবে।
★ দ্বিতীয়ত, নতুন রাজ্যে প্রো-ডেটা বেসে রোড ট্যাক্স দিতে হবে। এর পরেই আপনি ভারত সিরিজের নিবন্ধিত নম্বর পাবেন।
★ তৃতীয়ত, যে রাজ্যে গাড়িটি কিনা হয়েছে সেই রাজ্যে যে সড়ক কর দিয়েছেন তা ফেরত পাবার জন্য আবেদন করতে হবে। জানিয়ে রাখি এই প্রক্রিয়া খুবই জটিল।

ভারত সিরিজের ফর্ম্যাট কেমন হবেঃ
BH রেজিস্ট্রেশনের ফর্ম্যাটটি কিছুটা এরকম YY BH 5529 XX। YY হল প্রথম রেজিস্ট্রেশনের বছর। BH – ভারত সিরিজের কোড। এছাড়া চার ডিজিটের নম্বর থাকবে 0000 থেকে 9999 পর্যন্ত। আর শেষ দুটি XX হল বর্ণমালা (AA থেকে ZZ)।





Made in India