বাংলাহান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (narendra modi) জনধন একাউন্ট এবার খোলা যাবে শিশুদের জন্যও। ১০ বছরের উর্দ্ধে যে কোনো শিশুদের জন্য এবার খোলা যাবে বিনামূল্যে ব্যাংক একাউন্ট। ১৮ বছর বয়সের আগে পর্যন্ত এই একাউন্ট থাকবে অভিভাবকের সাথে জয়েন্ট, তারপর সেটি পার্সোনাল একাউন্ট হবে।

প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে ৷ দুর্ঘটনা বিমা, ওভারড্রাফ্ট পরিষেবা, চেকবুক -সহ একাধিক অন্য সুবিধাও পাওয়া যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই আমলে তৈরি হওয়া এই ব্যাংক অ্যাকাউন্ট গুলিত৷ এই অ্যাকাউন্টের গ্রাহকরা নেট ব্যাঙ্কিং এবং রূপে ডেবিট কার্ডের সুযোগ সুবিধা পেয়ে থাকেন। একাউন্টে কোন বাড়তি টাকা রাখা বাধ্যতামূলক নয়। একাউন্টের ব্যালেন্স জিরো থাকলেও সেটি চালু থাকবে।
প্রসঙ্গত, জন ধন অ্যাকাউন্টের ৫৩ শতাংশ অ্যাকাউন্ট মহিলাদের নামে রয়েছে ৷ মোট অ্যাকাউন্টের ৫৯ শতাংশ গ্রামীণ ও শহরতলি এলাকায় রয়েছে ৷
শিশুদের জন্য এই একাউন্ট খুলতে গেলে অভিভাবকের ঠিকানার প্রমাণপত্র, আধার কার্ড, রেশন কার্ড ইত্যাদি প্রয়োজন। জনধন একাউন্ট বানানোর আবেদনের ফর্ম ব্যাংক ও জনধন ওয়েবসাইটে পাওয়া যায়৷ সেখানে অভিভাবকদের সাথে জয়েন্ট একাউন্ট খুলতে পারবে শিশুরাও।
লকডাউনের শুরুতেই দেশের মানুষকে অর্থনৈতিক ভাবে স্বস্তি দেবার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমন প্রতিটি মহিলার জনধন একাউন্টে ৫০০ টাকা করে পাঠিয়েছিলেন। আগামী তিন মাস সরকার জনধন অ্যাকাউন্টে ৫০০ টাকা করে ট্রান্সফার করবে বলে জানা যাচ্ছে৷ এছাড়া পরবর্তী সময়ে এই একাউন্টে আরো অনেক সুবিধা পাবে।





Made in India