প্রেম সপ্তাহে কেমন যাবে আপনার প্রেমজীবন

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ আগামী ৭ ফেব্রুয়ারী ‘রোজ ডে’ দিয়ে শুরু ভালোবাসার সপ্তাহের, ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসে শেষ হবে। বস্তুত এই একটা সপ্তাহ নয় সারা ফেব্রুয়ারি জুড়েই চলে প্রেমের মরশুম। জেনে নিন রাশিফল অনুযায়ী এই মাসে কেমন থাকবে আপনার সাথে আপনার ভালোবাসার মানুষটির প্রেম

মেষ – আপনার ও আপনার সঙ্গীর প্রথম যেখানে দেখা হয়েছিল, সেখানে ঘুরে আসতে পারেন। তবে সচেতন না হলে প্রেমে হাবুডুবু খেতে গিয়ে টাকাপয়সা ভালোরকম খসতে পারে।

বৃষ – প্রেমে দুঃখ পেতে পারেন আপনি। মনের কথা মনে চেপে না রেখে পছন্দের মানুষকে সাহস করে বলে ফেলুন।

মিথুন  – প্রেমে পড়বেন আপনি, জমিয়ে প্রেম করবেন এই মাসে

কর্কট  – পুরনো সঙ্গীর সঙ্গে হঠাত্‍ দেখা হয়ে আবেগপ্রবণ হয়ে পড়বেন।

সিংহ – এই মাসে আপনার কাজের জন্য খ্যাতি ও যশ আপনার সঙ্গী পাবে।

কন্যা – নতুন করে প্রেমে পড়ার সুযোগ রয়েছে আপনার সামনে। ভেবে চিন্তে পা বাড়ান

তুলা – এই মাসে আপনি প্রেমে হাবুডুবু খাবেন। তবে কর্তব্যে অবহেলা করবেন না ।

বৃশ্চিক – প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে ধৈর্য ধরুন। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন

ধনু  – রাগের কারনে ক্ষতি হতে পারে আপনার প্রেম সম্পর্কে। রাগের ওপর নিয়ন্ত্রন রাখুন

মকর –  সঙ্গীকে আরও একটু সময় দিন। কাজে ডুবে থাকবেন না

কুম্ভ – নিজের মনের কথা খুলে বলুন। মনের কথা চেপে রাখলে প্রেমের পথ জটিল হবে।

মীন – পুরোনো প্রেম ভুলে গিয়ে নতুন করে বাঁচুন , দিবা স্বপ্ন দেখবেন না