বাংলাহান্ট ডেস্ক : পুজোর মরশুমে ঝোড়ো ব্যাটিং করলেন সুরা প্রেমীরা। পুজোর কয়েকটা দিন শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলায় বিক্রি হয়েছে ৩০ কোটি টাকার মদ। উৎসবের মরশুমে বিপুল মদ বিক্রিতে স্বাভাবিকভাবেই মুখে হাসি ফুটেছে মদ ব্যবসায়ী থেকে আবগারি দপ্তরের কর্তাদের মুখে।
দীঘা, মন্দারমনির মতো বিখ্যাত পর্যটনস্থলগুলি পড়ে পূর্ব মেদিনীপুর জেলায়। পুজোর ছুটি কাটাতে বহু মানুষ কয়েকটা দিনের জন্য পাড়ি জমিয়েছেন সৈকত শহরগুলিতে। আবগারি দপ্তর বলছে পুজোর কয়েকটা দিন এই সৈকত শহরগুলিতে মদের চাহিদা ছিল চোখে পড়ার মতো। ৫ কোটি ১১ লাখ ০৫ হাজার ২৫৭ মদ ষষ্ঠীর দিন বিক্রি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়।
আরোও পড়ুন : ভারতের এই গ্রামের নামই হল রাবণ, দশমীতে পালন হয় শোক! দশাননের জন্য হয় বিশেষ পুজো
এর মধ্যে ৬৮৬৭৪.১৬ লিটার দেশি মদ, ৩০৯১৯.১২ লিটার বিদেশি মদ এবং ৪৪০৭৯.৮৮ লিটার বিয়ার বিক্রি হয়েছে। পূর্ব মেদিনীপুরের সপ্তমীর দিন বিক্রি হয়েছে ৬ কোটি ৩৪ লাখ ৭৯ হাজার ৬১০ মদ। এই জেলায় সপ্তমীতে ৭২৭৮৬.০৪ ব্যারল লিটার দেশি ও ৩৬৩৭১.৯৯ ব্যারল লিটার বিদেশি মদ বিক্রি হয়েছে।
আরোও পড়ুন : যে কোন মুহুর্তে হতে পারে মৃত্যু! এই পাঁচটি তেলেই লুকিয়ে আছে ‘বিষ’, একেবারেই দেবেন না রান্নায়
পূর্ব মেদিনীপুরে ৬ কোটি ৪২ লাখ ২৮ হাজার ৭৪৪ টাকার মদ বিক্রি হয়েছে অষ্টমীর দিন। ৬৮৩৯৭.৯৬ ব্যারল লিটার দেশি মদ, ৪০৬০৮.৩১ ব্যারল লিটার বিদেশি মদ ও ৬৫৪৮৯.৯০ ব্যারল লিটার বিয়ার বিক্রি হয়েছে। অষ্টমীর দিন জেলা জুড়ে খোলা ছিল ২৭৯টি মদের দোকান। নবমীর দিন অষ্টমীর থেকে কম মদ বিক্রি হলেও, দশমীর দিন কিন্তু পূর্ব মেদিনীপুরে মদ বিক্রি বেশ ইতিবাচক।

৬ কোটি ৮৪ লাখ ৬ হাজার ৭১ মদ বিক্রি হয়েছে দশমীর দিন। এরমধ্যে দেশি মদ রয়েছে ৭১৫৫৬.৬৫ ব্যারল লিটার ও ৪৬৪৭০.৫০ ব্যারল লিটার বিদেশি মদ রয়েছে। দশমীর দিন পূর্ব মেদিনীপুরে বিয়ার বিক্রি হয়েছে ৭১৪২১.৯২ ব্যারল লিটার। পূর্ব মেদিনীপুর জেলায় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিক্রি হয়েছে ৩১ কোটি ৮ লাখ টাকার মদ।





Made in India