বাংলাহান্ট ডেস্ক : চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ICMR এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। এই প্রতিষ্ঠানটি কর্মী নিয়োগ করবে গ্রুপ বি এবং গ্রুপ সি পদে। ইচ্ছুক প্রার্থীরা দেশের যেকোনও প্রান্ত থেকে আবেদন করতে পারবেন অনলাইন মাধ্যমে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আমরা জেনে নেব প্রতিবেদনে।
বিজ্ঞপ্তি নম্বর: 01/NIV/TECH/2023
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 26/11/2023
আরোও পড়ুন: ‘জীবন যতক্ষণ রয়েছে লড়াই করে যাব’, এবার নিজের ক্যানসার নিয়ে মুখ খুললেন খোদ নচিকেতা
•পদের নাম: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট / Technical Assistant
শূন্য পদের সংখ্যা: গ্রুপ বি পোস্টে নিয়োগ করা হবে ৪৯ জনকে।
শিক্ষাগত যোগ্যতা: বায়ো সায়েন্স অথবা ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা B. Tech ডিগ্রি থাকতে হবে প্রার্থীর।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর বয়সী প্রার্থীর আবেদন করতে পারবেন।
মাসিক বেতন: 35,400-112400 টাকা
আরোও পড়ুন : বড় বদল এল হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতে! এবার মিলতে চলেছে আরো বেশি সংখ্যায় টিকিট
• পদের নাম: টেকনিশিয়ান 1 / Technician-I
শূন্য পদের সংখ্যা: গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হবে ৩১ জনকে।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে।
বয়স: সর্বোচ্চ ২৮ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য।
মাসিক বেতন: 19900-63200 টাকা

• আবেদন পদ্ধতি: আবেদন করার জন্য প্রার্থীদের ভিজিট করতে হবে https://niv.recruitlive.in- এ। সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করার পর আপলোড করতে হবে প্রয়োজনীয় নথি। তারপর আবেদন মূল্য মিটিয়ে সাবমিট করতে হবে।
•আবেদন মূল্য: সাধারণ প্রার্থীদের জন্য ৩০০ টাকা।
• আবেদনের শেষ তারিখ: 10.12.2023





Made in India