বাংলাহান্ট ডেস্ক : পাড়ার দুর্গাপুজোর মণ্ডপে স্থানীয় ছেলেদের সাথে নাচছিলেন স্বামী। সবার সামনে এই ধরনের নাচ একদমই পছন্দ হয়নি স্ত্রীর। তাই অভিমান করে নিজের গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন গৃহবধূ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার ২০ নম্বর ওয়ার্ডের পানুহাট দাসপাড়া এলাকায়।
জানা গেছে, আত্মঘাতী হওয়া এই গৃহবধুর নাম চিন্তা দাস(২৭)। নবমীর রাতে অগ্নিদগ্ধ অবস্থায় নিজের বাড়ি থেকে উদ্ধার করা হয় চিন্তাকে।গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করানো হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। দশমীর দিন অর্থাৎ গত বুধবার এই হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তার। পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ দায়ের করা না হলেও পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে।
মৃত চিন্তা দাসের স্বামী মিঠুন দাস প্যান্ডেলে মিস্ত্রি। তাদের আট বছরের দাম্পত্য জীবনে রয়েছে দুটি কন্যা সন্তান। মিঠুন দাসের দাদা উত্তম দাস জানান, নবমীর রাতে পাড়ার পূজা মন্ডপে উপস্থিত ছিলেন চিন্তা ও তার দুই কন্যা। সেই সময় গান চালিয়ে স্থানীয় যুবকদের সাথে নাচে মেতে ওঠেন মিঠুন।

মিঠুনের এইভাবে নাচ পছন্দ হয়নি চিন্তার। রাত্রে এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল বাক-বিতন্ডা শুরু হয়। এরপর মাঝ রাত্রিরে হঠাৎই চিৎকারে ঘুম ভেঙে যায় সবার। সবাই দেখেন গায়ে আগুনরত অবস্থায় দাউদাউ করে জ্বলছেন চিন্তা। এরপর আগুন নিভিয়ে পাড়া-প্রতিবেশীদের সাহায্যে চিন্তাকে ভর্তি করানো হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই গতকাল মৃত্যু হয়েছে তার। পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।





Made in India